ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অনিয়ম ফাঁস করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৬:১৮, ৯ জানুয়ারি ২০১৮

অনিয়ম ফাঁস করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা

ভারতে এক শ’ কোটি জাতীয় পরিচয়পত্র (আধার কার্ড) নিয়ে অনিয়মের গোপন তথ্য ফাঁস করে দেয়ায় সাংবাদিক রচনা খাইরার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। দ্য ট্রিবিউন পত্রিকার সাংবাদিক রচনা খাইরার অনুসন্ধানে দেখা গেছে, কার্ডের নম্বর প্রদানকারী ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ায় (ইউআইডিএআই) প্রত্যেক ব্যক্তির ডেমোগ্রাফিক ডেটাতে অবৈধভাবে প্রবেশ করা যাচ্ছে এবং অবৈধ এই প্রবেশাধিকারের সুযোগ অর্থের বিনিময়ে বিক্রি করা হচ্ছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির। রচনা খাইরা জানান, তার অনুসন্ধানে অনেক তথ্য বেড়িয়ে এসেছে। এর খুব সামান্যই প্রকাশ করা হয়েছে। আগামীতে আরও অনেক তথ্য বেরিয়ে পড়বে। রচনা আরও জানান, ভারত সরকার এই কার্ড ইস্যুতে অনিয়মের ফাঁকফোকরগুলো খুঁজে বের করবে এবং তার প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। সংবাদ সংস্থা পিটিআইকে রচনা বলেন, ‘এই এফআইআরকে আমি নিজের অর্জন হিসেবে দেখছি। আমার প্রতিবেদনের ভিত্তিতে অন্তত কিছু পদক্ষেপ তো নেয়া হয়েছে।’ রচনা বলেন, তার প্রকাশিত খবরের জন্য তিনি ব্যাপক সমর্থন পেয়েছেন। কেবল চন্ডীগড় গণমাধ্যম নয়, দিল্লীর গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যমও তার পাশে থাকবে বলে তাকে আশ্বস্ত করেছে। রচনাকে দ্য ট্রিবিউন সব ধরনের আইনী সহায়তা দিচ্ছে।
×