ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তালেবান পাকিস্তানের জন্য এখনও বড় হুমকি

প্রকাশিত: ০৬:১৭, ৯ জানুয়ারি ২০১৮

তালেবান পাকিস্তানের জন্য এখনও বড় হুমকি

২০১৭ সালে সন্ত্রাসী হামলা ১৬ শতাংশ হ্রাস পেলেও তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও এর সহযোগী গ্রুপগুলো পাকিস্তানের জন্য বড় হুমকি হিসেবে বিরাজ করছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর পিচ স্টাডিজের (পিআইপিএস) নিরাপত্তা প্রতিবেদন অনুযায়ী, জাতীয়তাবাদী-বিদ্রোহী গ্রুপগুলো, বিশেষ করে বেলুচিস্তান লিবারেশন আর্মি ও বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট ছিল দেশটির জন্য দ্বিতীয় বৃহত্তম হুমকি। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। প্রতিবেদনে দায়েশের বিপজ্জনক উত্থানের বিষয়টির কথাও উল্লেখ করা হয়েছে। জঙ্গী গ্রুপটি দেশটির বেশ কয়েকটি প্রদেশে, বিশেষ করে বেলুচিস্তান ও সিন্ধু প্রদেশের উত্তরাঞ্চলে ভয়াবহ হামলা চালায়। পাকিস্তানে নিরাপত্তা ও যুদ্ধ সংক্রান্ত ইসলামাবাদভিত্তিক বিশ্লেষকরা বিভিন্ন সূত্রের তথ্য-উপাত্ত, বিশেষজ্ঞদের সাক্ষাতকার ও প্রবন্ধ-নিবন্ধ হতে পাওয়া তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করেছেন। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে যে, জঙ্গী, জাতীয়তাবাদী বিদ্রোহী ও সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টিকারী গ্রুপগুলো গত বছর দেশটির ৬৪ জেলায় তিন শ’ সত্তরটিরও বেশি সন্ত্রাসী হামলা চালিয়েছে। এর মধ্যে ২৪টি আত্মঘাতী এবং সমন্বিত বন্দুকযুদ্ধ ও আত্মঘাতী হামলায় অন্তত আট শ’ ১৫ জন নিহত ও এক হাজার সাত শ’ ৩৬ জন আহত হয়।
×