ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কথা ঘোরানোর চেষ্টা ট্রাম্পের সাবেক স্ট্র্যাটেজিস্ট ব্যাননের

প্রকাশিত: ০৬:১৭, ৯ জানুয়ারি ২০১৮

কথা ঘোরানোর চেষ্টা ট্রাম্পের সাবেক স্ট্র্যাটেজিস্ট ব্যাননের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলেকে নিয়ে মার্কিন সাংবাদিক মাইকেল উলফের ‘ফায়ার এ্যান্ড ফিউরি : ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস’ বইতে করা মন্তব্য থেকে সরে এসেছেন হোয়াইট হাউসের সাবেক চীফ স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যানন। রবিবার এক বিবৃতিতে এর ব্যাখ্যা দেন তিনি। খবর বিবিসির। বিবৃতিতে ব্যানন বলেছেন, ট্রাম্প জুনিয়র নয় বরং সাবেক প্রচার ব্যবস্থাপক পল ম্যানাফোর্টের কর্মকা-কে তিনি ‘রাষ্ট্রদ্রোহমূলক’ আখ্যা দিয়েছিলেন। নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে পাঁচদিন সময় নেয়ায় দুঃখও প্রকাশ করেছেন তিনি। গত সপ্তাহ থেকে মার্কিন গণমাধ্যমে সাংবাদিক মাইকেল উলফের লেখা বই নিয়ে আলোচনা শুরু হয়। বইতে ব্যানন ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাশিয়ানদের সঙ্গে ট্রাম্প জুনিয়রের বৈঠককে ‘রাষ্ট্রদ্রোহমূলক’ ও ‘দেশপ্রেমহীন’ আখ্যা দেন বলে জানায় গণমাধ্যমগুলো। হোয়াইট হাউসের সাবেক এ কর্মকর্তার এমন মন্তব্য নির্বাচনী প্রচারে ট্রাম্প শিবিরের সঙ্গে রুশ যোগাযোগ নিয়ে অভিযোগের পালে নতুন হাওয়া দেয়। ওই অভিযোগ নিয়ে মার্কিন কংগ্রেস ও বিচার বিভাগের তদন্তও চলছে। ট্রাম্প ও মস্কো এ ধরনের যোগসাজশের কথা অস্বীকার করে আসছে। উলফের বইতে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রকে নিয়ে ব্যাননের মন্তব্যে কড়া সমালোচনা করেন ট্রাম্প।
×