ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেক্সিকোর রাজনীতিতে হস্তক্ষেপ করছে মস্কো

প্রকাশিত: ০৬:১৭, ৯ জানুয়ারি ২০১৮

মেক্সিকোর রাজনীতিতে হস্তক্ষেপ করছে মস্কো

রুশ সরকার ২০১৮ সালে মেক্সিকোতে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে বলে হোয়াইট হাউসের একজন সিনিয়র কর্মকর্তা মন্তব্য করেছেন। মেক্সিকোর রিফর্মা সংবাদপত্রের ওয়েবসাইটের একটি ভিডিওতে একথা বলা হয়েছে। ইয়াহু। চলতি বছর জুলাইয়ে মেক্সিকোয় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। নির্বাচন সামনে রেখে রুশ সরকার উন্নতমানের প্রচারণা শুরু করেছে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার বলেছেন, এ বিষয়ে তাদের কাছে প্রমাণ রয়েছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জেমস টাউন ফাউন্ডেশনে গত মাসে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেছেন। ওই সভায় তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যেই দেখতে পেয়েছি কিভাবে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় হস্তক্ষেপ করার জন্য রাশিয়া উন্নত উপায় ব্যবহার করছে। এর মধ্য দিয়ে রাশিয়া বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে ম্যাকমাস্টারের ১৫ ডিসেম্বরের একটি টুইটারে পোস্ট করা ভিডিও শনিবার মেক্সিকোর রিফর্মা সংবাদপত্র প্রকাশ করেছে। এতে ম্যাকমাস্টার বলেন, ‘রাশিয়া যে মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে নাক গলাতে শুরু করেছে তার প্রাথমিক লক্ষণগুলো আপনারা ইতোমধ্যেই দেখতে পেয়েছেন। তবে রাশিয়া কিভাবে মেক্সিকোর গণতান্ত্রিক ব্যবস্থায় হস্তক্ষেপ করছে ওই ভিডিওতে সাবেক আর্মি জেনারেল ম্যাকমাস্টার সেটি স্পষ্ট করে বলেননি। রিফর্মার প্রকাশ করা ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুঞ্জরণ তৈরি করেছে। নির্বাচন সামনে রেখে রাশিয়া যেভাবে উন্নতমানের সাইবার টুল ব্যবহার করে প্রচারণা ও ভুল তথ্য ছড়ানোর কাজে লিপ্ত রয়েছে তাতে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। তবে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এ বক্তব্যের বিষয়ে হোয়াইট হাউস বা ক্রেমলিনের কোন মন্তব্য পাওয়া যায়নি। অন্য দেশের নির্বাচনী ব্যবস্থায় হস্তক্ষেপের মার্কিন গোয়েন্দাদের অভিযোগ ক্রেমলিন বরাবর অস্বীকার করে এসেছে। মেক্সিকোয় এ বছর জুলাইতে প্রেসিডেন্ট এনরিক পেন নিয়েতোর একজন উত্তরসূরি নির্বাচন করা হবে। আইনী বাধার কারণে নিয়েতো দ্বিতীয় দফা এ পদে নির্বাচন করতে পারছেন না। মেক্সিকোয় ছয় বছরের জন্য একজন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে থাকেন। এবার প্রেসিডেন্ট নির্বাচন ছাড়াও কংগ্রেস এবং কয়েকটি গবর্নরের পদেও নির্বাচন হবে। জনমত সমীক্ষায় দেখা যায়, মেক্সিকো সিটির বামপন্থী মেয়র আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অব্রাডর প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন।
×