ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্রাম্পকে নিয়ে নতুন গুজব

প্রকাশিত: ০৬:০২, ৯ জানুয়ারি ২০১৮

ট্রাম্পকে নিয়ে নতুন গুজব

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নতুন নতুন গুজব রটনা এখন নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিক মাইকেল উলফের বই নিয়ে যখন মার্কিন রাজনীতি উত্তপ্ত, তখন ইন্টারনেটে খবর ছড়িয়ে পড়েছে যে প্রেসিডেন্ট সারাক্ষণ গরিলা যুদ্ধ দেখতে ব্যস্ত থাকেন। তার দিনের একটা বড় সময় গরিলাদের যুদ্ধ দেখে পার করে দেন। টুইটারে এক ব্লগার বিশ্লেষণ করেন, ট্রাম্প কিভাবে গরিলা চ্যানেল দেখে সময় অপচয় করেন। গুজবে বলা হয়, হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প প্রথমদিন রাতে অভিযোগ করেন, তার শয়নকক্ষের টিভি নেটওয়ার্ক নষ্ট হয়ে গেছে। কারণ, টিভিতে গরিলা চ্যানেল পাওয়া যাচ্ছে না। এরপর হোয়াইট হাউসের কর্মকর্তারা গরিলাদের নিয়ে তৈরি ডকুমেন্টারি এনে ট্রাম্পের সামনে উপস্থাপন করেন। ট্রাম্প যাতে শয়নকক্ষে গরিলাদের লড়াই দেখতে পারেন, সেই ব্যবস্থাও করেন। কিন্তু ডকুমেন্টারির গরিলাগুলো যুদ্ধ করে না দেখে তিনি ক্ষেপে যান। তিনি হতাশা ব্যক্ত করে বলেন, গরিলাগুলো মারামারি করছে না। টুইটারের ওই গুজবে দাবি করা হয়, ট্রাম্প একদিন সতেরো ঘণ্টা গরিলাদের লড়াই দেখে কাটিয়েছেন। এতে তার কোন ক্লান্তি হয় না। এমনকি লড়াই যখন টানটান উত্তেজনা তৈরি করে, তখন তিনিও টিভি পর্দার গরিলাদের উৎসাহিত করতে চিৎকার চেঁচামেচি করেন। ট্রাম্পকে নিয়ে বলা এসব কথা পুরোটাই পরিহাস হলেও দাবানলের মতো তা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ফেসবুক ও টুইটারে হাজার হাজার ট্রল হতে থাকে। এতে দেখা যাচ্ছে, হোয়াইট হাউসকে নিয়ে যে কোন স্যাটায়ার দেশটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে মিলে গিয়ে মানুষের হাসির খোরাকে পরিণত হচ্ছে। তবে এটা সত্যি যে ট্রাম্প তার দিনের একটা বড় সময় টেলিভিশন দেখে কাটিয়ে দেন। বিভিন্ন পত্রিকায় এ নিয়ে খবর ছাপা হয়েছে, তার চোখ সারাক্ষণ আঠার মতো টিভি পর্দায় লেগে থাকে। -খবর মেইল অনলাইন
×