ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্ত্র থেকে হেডফোন

প্রকাশিত: ০৬:০২, ৯ জানুয়ারি ২০১৮

অস্ত্র থেকে হেডফোন

সুইডেনের ইয়েভে ল্যাবস জব্দ করা অবৈধ অস্ত্র ব্যবহার করে তারহীন হেডফোন তৈরির প্রযুক্তি উদ্ভাবনের কথা জানিয়েছে। হিউম্যানিয়াম ব্রান্ড নাম দিয়ে তারা হেডফোন ও চার্জারের খাপ তৈরি করেছেন। একজন বিশ্লেষক বলেন, বাজারে হাজারও পণ্যে ভিড়ে নতুন এই হেডফোন আলাদা বৈশিষ্ট্য নিয়ে হাজির হবে। ইয়েভে ল্যাবস কোম্পানির প্রধান নির্বাহী এন্ড্রিয়াস ভুরাল স্বীকার করেন, পণ্যটির দাম একটু বেশি নেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের বাজারে এর মূল্য ধরা হয়েছে ৪৯৯ ডলার। কিন্তু যে সংস্থা আমাদের হেডফোনের ধাতব সংগ্রহ করছে, তাদের কাছে পঞ্চাশ শতাংশ মূল্য ফেরত দেয়া হবে। তিনি বলেন, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু। কারণ আপনি মানুষের জীবন মূল্য দিয়ে কিনতে পারবেন না। যে অস্ত্র দিয়ে মানুষের প্রাণ কেড়ে নেয়া হচ্ছে, সেই অস্ত্র গলিয়ে আমরা মানুষের কাজে ব্যবহার করছি। পণ্য হিসেবে আমরা এই ধাতব পদার্থ কীভাবে কাজে লাগাব, তা নির্ধারণ করতে আমাদের দুই বছর সময় লেগেছে। উত্তর আমেরিকার বিভিন্ন দেশের কাছ থেকে অবৈধঅস্ত্র সংগ্রহ তা দিয়ে এসব হেডফোন বানানো হয়েছে। তারহীন এই হেডফোন ব্লুটুথের মাধ্যমে কাজ করবে। পকেট-লিন্ট নামের একটি ওয়েবসাইটে গেজেট বিষয়ক লেখক স্টুয়ার্ট মাইলস বলেন, আপনি যদি চান, তবে এটি অবশ্যই একটি ভাল হেডফোন। বাজারের অন্য যে কোন ব্রান্ডের চেয়ে এটি একটি অসাধারণ পণ্য। -বিবিসি অনলাইন
×