ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যশোরে আবাসিক হোটেলে নারী পুলিশসহ এমপি পুত্র ধৃত

প্রকাশিত: ০৬:০১, ৯ জানুয়ারি ২০১৮

যশোরে আবাসিক হোটেলে নারী পুলিশসহ এমপি পুত্র ধৃত

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ শহরের একটি অভিজাত আবাসিক হোটেল থেকে নারী এএসআইসহ ধরা পড়েছে যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্যরে ছেলে সুপ্রিয় ভট্টাচার্য্য শুভ। পুলিশ এ বিষয়ে পরিষ্কার কোন তথ্য দিচ্ছে না, তবে ঘটনাটি অস্বীকারও করছে না। অবশ্য হোটেল কর্তৃপক্ষ আটকের বিষয়টি নিশ্চিত করেছে। আটক এএসআই সাবরিন সুলতানা যশোরের মণিরামপুর থানায় কর্মরত। শহরের হাটখোলা রোডের অভিজাত হোটেল সিটি প্লাজার জেনারেল ম্যানেজার শেখ সাইফুল ইসলাম জানান, সোমবার দুপুর একটার কিছু সময় পর এমপিপুত্র শুভর বন্ধু শহরের টিবি ক্লিনিক এলাকার বাসিন্দা তুষার তাদের হোটেলে গিয়ে কোম্পানির অফিসার আসবে জানিয়ে হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। কিছুসময় পর শুভ হোটেলের ভাড়া করা ৫১৪ নম্বর কক্ষে ওঠেন। এর পরপর কক্ষটিতে যান মণিরামপুর থানার এএসআই সাবরিন। হোটেল কক্ষে নারীকে ঢুকতে দেখে ওই কক্ষে ফোন করা হলে শুভ ওই নারীকে মণিরামপুর থানার পুলিশ কর্মকর্তা ‘নিঝুম ভট্টাচার্য্য’ হিসেবে পরিচয় দেন। হোটেল ম্যানেজার সাইফুল ইসলাম আরও বলেন, পুলিশের নির্দেশনা অনুযায়ী হোটেলকক্ষে নারী থাকার বিষয়টি কোতোয়ালি থানায় অবহিত করা হলে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) শামসুদ্দোহা কক্ষটি থেকে শুভ ও সাবরিনকে ধরে নিয়ে যান। তবে ইন্সপেক্টর শামসুদ্দোহা হোটেল সিটি প্লাজা থেকে কাউকে আটকের কথা স্বীকার করেননি। এদিকে মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন জানান, এএসআই সাবরিন পাসপোর্ট করতে যাবার কথা বলে বেলা ১২টার দিকে থানা থেকে সিসি নিয়ে যশোর যান। কোতোয়ালি পুলিশ তাকে ও সাংসদপুত্রকে আবাসিক হোটেল থেকে ধরে এনেছে বলে শুনেছেন। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন শিকদার বলেন, একজন নারী পুলিশ কর্মকর্তা অফিস অর্ডার ছাড়া হোটেল সিটি প্লাজায় গিয়েছিলেন। সে কারণে ওই অফিসারকে পুলিশ লাইনে এনে কী কারণে তিনি সেখানে গিয়েছিলেন তা খোঁজ নেয়া হচ্ছে। তবে এমপির ছেলে শুভকে আটক করা হয়েছে কি-না সেটা এখনও নিশ্চিত নন। এদিকে এমপিপতœী তন্দ্রা ভট্টাচার্য্য সংবাদিকদের বলেন, তার ছেলে শুভ বাড়িতেই আছে। আর ওই পুলিশ সদস্য পুলিশ হেফাজতে রয়েছে।
×