ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ৯ বৈশাখ ১৪৩১

জসীমউদ্্দীন পুরস্কার প্রবর্তন করল বাংলা একাডেমি

প্রকাশিত: ০৬:০০, ৯ জানুয়ারি ২০১৮

জসীমউদ্্দীন পুরস্কার প্রবর্তন করল বাংলা একাডেমি

স্টাফ রিপোর্টার ॥ পল্লীকবি জসীমউদ্্দীনকে শ্রদ্ধা জানিয়ে তাঁর নামাঙ্কিত পুরস্কার প্রবর্তন করল বাংলা একাডেমি। আগামী মার্চ মাসে প্রদান করা হবে জসীমউদ্্দীন পুরস্কার। দ্বিবার্ষিক ভিত্তিতে প্রদত্ত এই পুরস্কারের অর্থমূল্য পাঁচ লাখ টাকা। সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য একজন লেখককে প্রদান করা হবে এই পুরস্কার। তবে ৬০ বছরের নিচে কোন লেখককে এই পুরস্কার প্রদান করা হবে না। সেই সঙ্গে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের অর্থমূল্য বাড়িয়ে ১ লাখ টাকার পরিবর্তে ২ লাখ টাকা করা হয়েছে। সোমবার বাংলা একাডেমি আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়। একাডেমির মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জসীমউদ্্দীন পুরস্কারের ঘোষণা দেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। তিনি বলেন, বাংলা একাডেমির বার্ষিক সাধারণ সভায় জসীমউদ্্দীনের নামাঙ্কিত এই পুরস্কার প্রদানের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারের মূল্যমান ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করার সিদ্ধান্ত গৃহীত হয়। জসীমউদ্্দীন পুরস্কারের অর্থমূল্য হবে পাঁচ লাখ টাকা। কবিতা, গল্প, উপন্যাসসহ সাহিত্যের যেকোন শাখায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ একজন বড় মাপের লেখককে এই পুরস্কার প্রদান করা হবে। ৬০ বছর বয়সের নিচে কোনও লেখককে এই পুরস্কার দেয়া হবে না। প্রতি এক বছর পরপর এই পুরস্কার প্রদান করা হবে হবে। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বাংলা একাডেমি যেসব পুরস্কার দেয় তার মধ্যে এ পুরস্কারের মূল্যমান সবচেয়ে বেশি। পুরস্কারটির জন্য নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। এ বছরের মার্চ মাসে প্রথমবারের মতো এ পুরস্কার প্রদান করা হবে। শামসুজ্জামান খান আরও জানান, বরাবরের মতো এবারও পহেলা ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধনের পাশাপাশি বাংলা একাডেমি আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আনুষ্ঠানিকভাবে এই সাহিত্য সম্মেলনটি শুরু হবে ২২ ফেব্রুয়ারি। সে সময় অনুষ্ঠিতব্য বিভিন্ন সেমিনারে যোগ দেবেন বিশ্বের ১০টি দেশ থেকে আসা কবি, সাহিত্যিক, লেখকরা। এছাড়াও গ্রন্থমেলার মধ্যেই দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগের ৭০তম বর্ষও উদযাপনের কথা জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন একাডেমির সচিব মোঃ আনোয়ার হোসেন, একাডেমির দুই পরিচালক শাহিদা খাতুন ও জালাল আহমেদ।
×