ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা নারীকে বিয়ে করায় বরের বাবাকে লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৫:৫৬, ৯ জানুয়ারি ২০১৮

রোহিঙ্গা নারীকে বিয়ে করায় বরের বাবাকে লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ মুদ্রা পাচারের এক মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম এবং তার দুই ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপীল বিভাগ। আটটি জাতীয় দিবস সব রাজনৈতিক দল ও নাগরিককে বাধ্যতামূলক পালন করার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এক রোহিঙ্গা নারীকে বিয়ে করায় বরের বাবাকে এক লাখ টাকা জরিমানা করেছে হাইকোর্ট। পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়া ও বে-আইনী সমাবেশের অভিযোগে দায়ের করা ছয়টি মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। ময়মনসিংহ মহিলা ক্যাডেট কলেজের শিক্ষার্থী শর্মিলা শাহরিন পলিন হত্যা মামলার অভিযুক্ত মূল আসামিকে কেন সাময়িক বরখাস্ত করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সোমবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। এক লাখ টাকা জরিমানা ॥ এক রোহিঙ্গা নারীকে বিয়ে করায় বরের বাবাকে এক লাখ টাকা জরিমানা করেছে হাইকোর্ট। আগামী ৩০ দিনের মধ্যে এ টাকা আদালতের সংশ্লিষ্ট শাখায় জমা না দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশও দিয়েছে আদালত। সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে রিট খারিজ করে এই আদেশ দেয়। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চারগ্রামের বাবুল হোসেন রিটটি দায়ের করেছিলেন; তাকেই এখন জরিমানা দিতে হবে। বাবুলের ছেলে শোয়াইব হোসেন জুয়েল রোহিঙ্গা নারী রাফিজাকে বিয়ে করেছিলেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন এবিএম হামিদুল মিসবাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। এর আগে গত ২৫ অক্টোবর আইন মন্ত্রণালয় একটি নির্দেশনা জারি করে। ওই নির্দেশনায় বলা হয়, বাংলাদেশী ছেলেদের সঙ্গে মিয়ানমার থেকে আগত রোহিঙ্গা মেয়েদের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার প্রবণতা লক্ষণীয় হারে বৃদ্ধি পাওয়ায় এবং কতিপয় নিকাহ রেজিস্ট্রার অপতৎপরতায় লিপ্ত থাকায় ‘বিশেষ এলাকাগুলোতে (কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলা) নিবন্ধনের ক্ষেত্রে বর-কনে উভয়ে বাংলাদেশী নাগরিক কি না বিষয়টি সুনিশ্চিত হয়ে (জাতীয় পরিচয়পত্র দেখে) উক্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল নিকাহ রেজিস্ট্রারদের নির্দেশনা প্রদান করা হলো। এ বিষয়ে গাফিলতি হলে দায়ী নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বাবুল হোসেন রিটে ওই নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করেন। কারণ ওই নির্দেশনার কারণে বাবুল হোসেনের ছেলের বিয়ের রেজিস্ট্রেশন করা যাচ্ছিল না। রাষ্ট্রপক্ষের ডেপুর্টি এ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু বলেন, ফরেনার্স এ্যাক্ট অনুসারে বিদেশীরা নির্দিষ্ট এলাকার বাইরে যেতে পারে না। এ ছাড়া আইন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে রোহিঙ্গাদের বিয়ে করা যাবে না। কিন্ত এখানে আবেদনকারীরা দু’টি অপরাধ করেছেন। আপন জুয়েলার্স ॥ মুদ্রা পাচারসহ বিভিন্ন অভিযোগে একটি করে মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম এবং তার দুই ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপীল বিভাগ। পাসপোর্ট জমা দেয়ার শর্তে তাদের জামিন দেয়া হয়েছিল। আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে আপন জুয়েলার্সের দুই মালিক গুলজার আহমেদ ও আজাদ আহমেদের কারামুক্তিতে কোন আইনগত বাধা নেই। তবে আরও দুই মামলা থাকায় এই মুহূর্তে দিলদার আহমেদ সেলিম মুক্তি পাচ্ছেন না। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক তিনটি লিভ টু আপীল খারিজ করে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ সোমবার এই আদেশ দেয়। রিট খারিজ ॥ আটটি জাতীয় দিবস সব রাজনৈতিক দল ও নাগরিককে বাধ্যতামূলক পালন করার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট খারিজ করে এই আদেশ দেন। এ সময় আদালত বলে, নাগরিকদের এসব দিবস পালনে বাধ্য করার নির্দেশনা দেয়া আমাদের আওতায় পড়ে না। এটা দেখার দায়িত্ব জনগণের দ্বারা নির্বাচিত সংসদের। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোজাম্মেল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস । এর আগে গত ৫ জানুয়ারি বুধবার মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও শহীদ বুদ্ধিজীবী সংক্রান্ত আটটি দিবস দেশের সকল রাজনৈতিক দলসহ সমস্ত নাগরিকের পালন বাধ্যতামূলক করতে নির্দেশনা চেয়ে রিট করা হয়। সুপ্রীমকোর্টের আইনজীবী মোজাম্মেল হক ও মোঃ শহীদুল হক টিটু এই রিট আবেদনটি করেন। রিট আবেদনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, ১৭ এপ্রিল মুজিবনগর দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ৩ নবেম্বর জেলহত্যা দিবস পালন এবং ‘জয় বাংলা’ সেøাগান সবার জন্য বাধ্যতামূলক করার আরজি জানানো হয়। এছাড়া এসব দিবস পালনে ব্যর্থ হলে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিল চাওয়া হয়। এসবের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন স্থগিত রাখার আবেদন জানানো হয় রিটে। সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলের গঠনতন্ত্রে এই আটটি দিবস পালন করার বিষয় অন্তর্ভুক্ত করার নির্দেশনা চাওয়া হয়েছিল। কায়সার কামালের জামিন ॥ পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়া ও বেআইনী সমাবেশের অভিযোগে দায়ের করা ছয়টি মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। পুলিশ রিপোর্ট দাখিল না করা পর্যন্ত তার এই আগাম জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছে হাইকোর্ট।
×