ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সবচেয়ে ধনী ফুটবলার

প্রকাশিত: ০৫:৫৪, ৯ জানুয়ারি ২০১৮

সবচেয়ে ধনী ফুটবলার

পৃথিবীর সবচেয়ে ধনী ফুটবল তারকার নাম বলতে বলা হলে, সবার আগে আপনার দৃষ্টি চলে যাবে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি ও নেইমারের দিকে। লিসেস্টার সিটির রিজার্ভ বেঞ্চে বসা উনিশ বছর বয়সী এক তরুণের কথা কোন দিন কারও মাথায় আসার কথা না। ব্রুনাইয়ের সুলতান হাসান আল-বালখিয়ার ভ্রাতুষ্পুত্র ফায়েক ইবনে প্রিন্স জাফরি বলখিয়া দুই হাজার কোটি ডলার সম্পদের মালিক। ফুটবল বিশ্বের মেধাবী এই খেলোয়াড় মাঝে মাঝে ইংল্যান্ডের হয়ে খেলেন। এএফসি সিউবুরি দিয়ে তার খেলার জীবন শুরু হয়েছিল। ২০০৯ সালে সাউদাম্পটন ক্লাব তাদের একাডেমিতে বলখিয়াকে খেলার সুযোগ দেয়। যদিও তখন ক্লাবটির সঙ্গে তার কোন চুক্তি হয়নি। এরপর ২০১৩ সালে আর্সেনাল তাকে ক্লাবে যোগ দেয়ার প্রস্তাব দেয়। ২০১৩ সালে লায়ন সিটি কাপে গানার্সের বিরুদ্ধে তিনি খেলতে নামেন এবং প্রতিযোগিতায় একটি গোলের মালিক হন। তার মেধা বিবেচনায় নিয়ে চেলসি তাকে দলের টানার কথা ভাবে। আক্রমণভাগের এই খেলোয়াড়কে তারা দুই বছরের চুক্তির প্রস্তাব দেয়। বলখিয়া যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে জন্মগ্রহণ করেন। কিন্তু তিনি ব্রুনাইয়ের হয়ে খেলবেন বলে সিদ্ধান্ত নেন। তিনি তার দেশের হয়ে ৯ বার প্রতিদ্বন্দ্বিতা করেন। বলখিয়ার সম্পদ সম্পর্কে ধারণা নিতে হলে তার বাবা জেফরির দিকে তাকাতে হবে। তার বাবা ব্রুনাইয়ের সুলতানের ভাই দেশটির বিনিয়োগ সংস্থার প্রধান থাকাকালে পনেরো বছরে এক হাজার কোটি ডলার খরচ করেছেন। জেফরি প্রতি মাসে তার গাড়ি, ঘড়ি ও সাদা-সোনালি বলপেন ব্যবহার করতে গিয়ে সাড়ে তিন কোটি ডলার খরচ করেন। লেসিসটার সিটির আক্রমণ ভাগের এই খেলোয়াড়ের বাবার তেইশ হাজার গাড়ি আছে। এরমধ্যে বেন্টলিইস, ফেরারি ও রোলস-রয়েস ব্রান্ডের গাড়িও রয়েছে। এমনকি তার পঞ্চাশতম জন্মদিনে প্রয়াত মার্কিন পপ-তারকা মাইকেল জ্যাকসনকে নিয়ে এসেছিলেন প্রাইভেট কনসার্টে গান গাওয়ার জন্য। আর এই কনসার্টের জন্য আলাদাভাবে একটি স্টেডিয়াম তৈরি করেন। মাইকেল জ্যাকসনকে দিতে হয়েছিল এক কোটি পঁচিশ লাখ ডলার। এত সম্পদ থাকা সত্ত্বেও ফায়েক বলখী কেন ফুটবল খেলতে এসেছেন, এ কথা ভেবে অনেকে বিস্মিত হয়ে পড়েন। এক সাক্ষাৎকার তিনি বলেন, আমার যখন পৃথিবী সম্পর্কে হুঁশ হয়েছে, তখন থেকেই আমি ফুটবল খেলছি। আমি সবসময় মাঠে যেতে ও পায়ে বল রাখতে পছন্দ করি। -মিরর অনলাইন।
×