ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিএনপি-আওয়ামী লীগকে জনগণ আর চায় না ॥ এরশাদ

প্রকাশিত: ০৫:৫৩, ৯ জানুয়ারি ২০১৮

বিএনপি-আওয়ামী লীগকে জনগণ আর চায় না ॥ এরশাদ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৮ জানুয়ারি ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মানুষ খুন, চাঁদাবাজি করে দেশ শাসন করা যায় না। মানুষকে ভালবেসে এবং দেশের উন্নয়ন করে দেশ শাসন করতে হয়। বিএনপি ও আওয়ামী লীগকে দেশের মানুষ আর চায় না। দেশের মানুষ সরকার পরিবর্তন চায়। সোমবার বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জাপা চেয়ারম্যান এরশাদ এ কথা বলেন। এরশাদ বলেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন গোটা দেশের মধ্যে একটি রোল মডেল। রংপুরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুন্দরগঞ্জে নির্বাচন করতে হবে। সুন্দরগঞ্জের প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে এমপি বানাতে হবে। কারণ সুন্দরগঞ্জের আসনটি ছিল জাতীয় পার্টির। অন্যায়ভাবে আসনটি ছিনিয়ে নেয়া হয়েছে। যার কারণে একটি সংসদীয় আসনে এক বছরের ব্যবধানে দু’টি উপনির্বাচন হতে যাচ্ছে। যেটি দেশের মধ্যে একটি বিরল ঘটনা। আল্লাহ এই আসনটি জাতীয় পার্টির জন্য মনোনীত করে দিয়েছে। তিনি বলেন, শুধু লাঙ্গলে ভোট দিলে হবে না। ভোট দেয়ার পর কেন্দ্রে কেন্দ্রে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে থেকে বিজয়ের ফলকে রক্ষা করতে হবে। এরশাদ বলেন, আপনাদের সুন্দরগঞ্জ উপজেলায় দু’টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারীকরণ করেছি। সুন্দরগঞ্জ আসনটি লাঙ্গলের ঘাঁটি। সেই ঘাঁটি রক্ষা করার দায়িত্ব আপনাদের। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে ভোট দিয়ে নির্বাচিত করলে সুন্দরগঞ্জবাসীর দারুণ উপকার হবে। জাতীয় পার্টি যদি সরকার গঠন করতে পারে তাহলে ব্যারিস্টার শামীমকে মন্ত্রী বানিয়ে দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এরশাদ। এরশাদ বলেন, আসন্ন সংসদ উপনির্বাচনে সুন্দরগঞ্জ আসনের জাপার প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এর আগে দুপুর আড়াইটায় বেসরকারী এয়ারলাইন্সের একটি হেলিকপ্টারযোগে সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে অবতরণ করলে গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, সুন্দরগঞ্জের ইউএনও এসএম গোলাম কিবরিয়া ও জাতীয় পার্টির নেতাকর্মীগণ এরশাদসহ অন্যান্য অতিথিকে অভ্যর্থনা জানান। পরে একটি চৌকস প্যারেড দল এরশাদকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠটি জনসমুদ্রে পরিণত হয়েছিল।
×