ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৮২ পুলিশ পেলেন বিপিএম ও পিপিএম

প্রকাশিত: ০৫:৪৬, ৯ জানুয়ারি ২০১৮

১৮২ পুলিশ পেলেন বিপিএম ও পিপিএম

নিয়াজ আহমেদ লাবু ॥ সিলেটে জঙ্গী বিরোধী অভিযানে বোমার আঘাতে নিহত র‌্যাবের সাবেক গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদকে মরণোত্তর বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) পদে পুরস্কৃত করা হয়েছে। তার পরিবারের দাবি রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা চায় তারা। সোমবার রাজারবাগে আয়োজিত ‘পুলিশ সপ্তাহ ২০১৮’ উপলক্ষে সাহসিকতা ও সেবার স্বীকৃতি হিসেবে র‌্যাবের সাবেক গোয়ন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের স্ত্রী মোসাম্মাৎ সুরাইয়া সুলতানার হাতে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মতো ইন্সপেক্টর মরহুম চৌধুরী মোঃ আবু কয়ছর ও ইন্সপেক্টর মরহুম মোহাম্মদ মনিরুল ইসলামকে বিপিএম-মরণোত্তর পদক প্রদান করা হয়েছে। পুলিশ সপ্তাহে এবার বিভিন্ন বাহিনীর ১৮২ জনকে পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) এবং প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) দেয়া হয়েছে। এর মধ্যে ২০১৭ সালের ২৪ মার্চ সিলেটের আতিয়া মহলে জঙ্গী হামলায় নিহত হন র‌্যাবের সাবেক গোয়েন্দা প্রধান আজাদ। তার পরিবারের হাতে বিপিএম-মরণোত্তর এই পদক তুলে দেন। পুরস্কার প্রদান শেষে নিহত আজাদের স্ত্রী সুরাইয়া সুলতানা জানান, প্রধানমন্ত্রীর কাছে আমার চাওয়া একটাই। স্বামী আজাদ যেহেতু দেশের জন্য জীবন দিয়েছে। তাকে রাষ্ট্রীয়ভাবে শহীদ ঘোষণা করা হোক। তিনি জানান, রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদায় আজকে প্রধানমন্ত্রী যে পদক প্রদান করেছেন এটা লে. কর্নেল আজাদের প্রাপ্ত ছিল। সুরাইয়া সুলতানা জানান, ১৭ বছরের বৈবাহিক সম্পর্কের কারণে খুব কাছ থেকে দেখেছি কতটা ডেডিকেটেড (নিবেদিত) অফিসার ছিল লে. কর্নেল আজাদ। কাজের জন্য, দেশের জন্য, নিজের সবটুকু উজার করে দিয়েছেন। তিনি জানান, র‌্যাবের গোয়েন্দা শাখা প্রধান হিসেবে তার ছিল অনেক ব্যস্ততা। সততার সঙ্গে নিজ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ জঙ্গী বিরোধী অভিযানে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। দেশের জন্য জীবন দেয়াটা গৌরবের। আমরা এ জন্য গর্ববোধ করি। সুরাইয়া সুলতানা জানান, প্রধানমন্ত্রীর কাছে আমার চাওয়া একটাই। স্বামী আজাদ যেহেতু দেশের জন্য জীবন দিয়েছে। তাকে রাষ্ট্রীয়ভাবে শহীদ ঘোষণা করা হোক। আর কোন চাওয়া নেই। বিষয়টি আমি র‌্যাব প্রধান, সেনাবাহিনী প্রধান ও প্রধানমন্ত্রীকে সাক্ষাতে বলেছি। আশা করছি সে সম্মান আমরা পাব। সাবেক গোয়েন্দা শাখার প্রধান আজাদের স্ত্রী সুরাইয়া আরও জানান, বাবা হারা বড় ছেলে জারিফ (১২), মেয়ে জারা (৮) ও ছোট ছেলে জাবিরকে (৩) নিয়ে কোন রকমের আমাদের দিন কাটছে। এখন প্রতিটি পদে, পদক্ষেপে আজাদকে অনুভব করছি। আমার বড় ছেলেকে তার বাবার আদর্শে বড় করব। সেজন্য এবার ক্যাডেটে ভর্তি পরীক্ষা দিয়েছি। আশা করছি সে পথটুকু প্রশস্ত হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানান, গত বছরের ২৫ মার্চ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকার আতিয়া মহল ‘জঙ্গী আস্তানায়’ পরিচালিত অপারেশন টোয়াইলাইট এ পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে ঘটনাস্থলের ৩০০ গজ দূরে জঙ্গীদের রেখে যাওয়া বোমা বিস্ফোরণে নিহত হন র‌্যাবের গোয়েন্দা প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ। বোমার স্প্রিন্টার তার বাম চোখ ভেদ করে মস্তিষ্কে আঘাত হানে। তাৎক্ষণিকভাবে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার উন্নতি হলে জরুরী ভিত্তিতে হেলিকপ্টার যোগে ঢাকা সিএমএইচ এ স্থানান্তর করা হয়। পরের দিন ২৬ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্স যোগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে ও চিকিৎসা শেষে গত ২৯ মার্চ দেশে ফেরত এনে পুনরায় সিএমএইচ এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩১ মার্চ রাত ১২টার দিকে তিনি মৃত্যু কোলে ঢলে পড়েন। তার মতো সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকার আতিয়া মহল ‘জঙ্গী আস্তানায়’ পরিচালিত অপারেশন টোয়াইলাইট বোমা বিস্ফোরণে নিহত হন ইন্সপেক্টর মরহুম চৌধুরী মোঃ আবু কয়ছর। জঙ্গী ও সন্ত্রাস মোকাবেলায় নিহত হন ইন্সপেক্টর মরহুম মোহাম্মদ মনিরুল ইসলাম। সর্বোচ্চ পদকপ্রাপ্তরা হচ্ছেন বিপিএম ॥ অতিরিক্ত আইজি (এএন্ডও) মোঃ মোখলেছুর রহমান বিপিএম (বার), এডিশনাল আইজি ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম (এন্টি টেরোরিজম ইউনিট), অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (ইন্টেলিজেন্স এ্যান্ড স্পেশাল এ্যাফেয়ার্স) মোঃ মনিরুজ্জামান বিপিএম, পিপিএম-বার ও মোঃ আসাদুজ্জামান বিপিএম, লে. কর্নেল মাহবুব হাসান পরিচালক (অপারেশনস র‌্যাব), লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমদ বিপিএম র‌্যাব-৭, এসপি নুরে আজম মিয়া পিপিএম, ডিসি (সিটিটিসি) মোহাম্মদ শাহজালাল, মোহাম্মদ মহিবুল ইসলাম খান (সিটিটিসি), এসপি এম এম হাসানুল জাহিদ, মোঃ আলী আশরাফ ভূঞা, মেজর শাহীন আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান ম-ল, এডিসি এসএম নাজমুল হক, মোঃ রহমত উল্লাহ চৌধুরী বিপিএম, এএসপি তৌহিদুল ইসলাম ও অহিদুজ্জামান নূর, এসআই (নিরস্ত্র) মজিবুর রহমান, এসআই জুলহাজ উদ্দিন, এএসআই আনিছুর রহমান, সজিব মিয়া, আসিব আহমেদ সাদ, শাওরিত হাসান ও মোঃ রিপন হোসেন। বিপিএম-সেবা ॥ অতিরিক্ত আইজি শেখ হিমায়েত হোসেন পিপিএম, ডিআইজি ব্যারিস্টার মাহববুর রহমান পিপিএম, দিদার আহমেদ, এম খুরশীদ হোসেন বিপিএম, সেলিম মোঃ জাহাঙ্গীর, এডিশনাল ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম, শেখ নাজমুল আলম বিপিএম, পিপিএম-বার ও মোঃ মনিরুল ইসলাম পিপিএম সেবা, এসপি শাহ মিজান শাফিউর রহমান, মঈনুল হক পিপিএম, ইলিয়াছ শরীফ পিপিএম-সেবা, মোঃ আনোয়ার হোসেন খান পিপিএম, সৈয়দ নুরুল ইসলাম, হামিদুল আলম, সাইফুল্লাহ আল মামুন, এএফএম আনজুমান কালাম ও মোহাম্মদ উল্লাহ, ডিসি আসমা সিদ্দিকা মিলি, এডিসি আব্দুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, এডিসি মোঃ নাজমুল ইসলাম, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোঃ আহসান হাবিব, মোঃ রকিবুল হাসান, নাজমুল হাসান ফিরোজ, সাজ্জাদ ইবনে হাসান, হরি দেবনাথ ও মোঃ ওবায়েদ উল্লাহ। পিপিএম ॥ লে. কর্নেল আরিফ উদ্দিন মাহমুদ, কামরুল হাসান লে. কর্নেল, মাহাবুব আলম লে. কর্নেল, সৈয়দ নজরুল ইসলাম লে. কর্নেল, মোহাম্মদ মাহবুবুল আলম লে. কর্নেল, আনোয়ারুউজ্জামান লে. কর্নেল, প্রলয়কুমার জোয়ারদার উপপুলিশ কমিশনার, স্কোঃ লিডার এএনএ মুসাব্বির, শাফায়াত জামিল ফাহিম স্কোঃ লিডার, এএম আশরাফুল ইসলাম মেজর, মনিরুল ইসলাম মেজর, এইচএম সাজ্জাদ হোসেন মেজর, এসএম সুদীপ্ত শাহীন মেজর, মাহমুুদুল হাসান তারিক মেজর, মুহাম্মদ মহীউদ্দীন ফারুকি এএসপি, আফম আনোয়ার হোসেন অতিরিক্ত পুলিশ সুপার, মির্জা সায়েম মাহমুদ অতিরিক্ত উপপুলিশ কমিশনার, মোহাম্মদ মাহবুব আলম খান অতিঃ পুলিশ সুপার, মোঃ জাহিদুল হক তালুকদার অতিঃ উপ-পুলিশ কমিশনার, এসএম জাহাঙ্গীর হাসান সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, রাশেদুল ইসলাম সিনিয়র এএসপি, জসীম উদ্দিন সিনিয়র এএসপি, শাহিদুর রহমান সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, মিমতানুর রহমান সিনিয়র সহকারী পুলিশ সুপার, মোঃ আলেপ উদ্দিন সিনিয়র এএসপি, রহুল পাটওয়ারি সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, শেখ ইমরান হোসেন সহকারী পুলিশ কমিশনার, মাহবুব উর রশীদ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, মোহাম্মদ গোলাম মউলা পুলিশ পরিদর্শক, ইফতেখার হাসান ওসি, ফিরোজ তালুকদার পরিদর্শক, জাহিদুল ইসলাম ওসি, লালবুর রহমান এসআই, আসলাম খান এসআই, ওয়াহিদুজামান এসআই, মহিউদ্দিন আহমেদ এসআই, আবদুল মালিক এসআই, শাওন দাস এসআই, রফিকুল ইসলাম এসআই, নজরুল ইসলাম ভুইয়া এসআই, মোহাম্মদ আকবর হোসেন এসআই, মইন উদ্দিন ওমর ফারুক এসআই, মাহফুজুল হক চৌধুরী এসআই, রফিকউদ্দিন এসআই, এসএম রাইসুল ইসলাম এসআই, ফারুক হোসেন এসআই, আলমগীর হোসেন এসআই, মোস্তফা কামাল এসআই, জিহাদ হোসেন এসআই, তাইজুল ইসলাম এসআই, আনোয়ার হোসেন এএসআই, জনি লাল দে এএসআই, মহাসীন আহমেদ এএসআই, আজিজুর রহমান এএসআই, মোঃ আব্দুল করিম এএসআই, নুরুজ্জামান সরকার এএসআই, উৎপল কুমার এএসআই, মোতাহার হোসেন এএসআই, আক্তারুজ্জামান নায়েক, নাজমুল ইসলাম ল্যান্সকর্পোরাল, নাজমুল ইসলাম ল্যান্সকর্পোরাল, মিজানুর রহমান ল্যান্সকর্পোরাল, গোলাম আজম কনস্টেবল, আবু নাইম কনস্টেবল, রাসেল আহমেদ কনস্টেবল, রাহেদ আহমেদ কনস্টেবল, আব্দুল্লাহ আল শাফি কনস্টেবল, জহির উদিন কনস্টেবল, ইসমাইল হক সৈনিক, খলিল উল্যাহ সৈনিক, ইসমাইল হোসেন সৈনিক, হেলাল উদ্দিন কনস্টেবল। পিপিএম সেবা ॥ ডিআইজি রৌশন আরা বেগম, মোঃ শফিকুল ইসলাম, পুলিশ সুপার হাইওয়ে মোঃ শফিকুল ইসলাম, মোঃ মাহবুব আলম, বিধান ত্রিপুরা, মোঃ দেলোয়ার হোসেন, আব্দুল্লাহ আল জহির, এসএম মেহেদী হাসান, বিশেষ পুলিশ সুপার এজাজ আহমেদ, শেখ মোঃ রেজাউল হায়দার, উপ-পুলিশ কমিশনার হামিদা পারভীন, মোহাম্মদ আনোয়ার হোসেন, লিটন কুমার সাহা, এএইচএম আব্দুর রকিব, এডিশনাল এসপি জেসমিন কেকা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, মোঃ শহিদুল্লাহ কাওছার, বীণা রানী দাস, মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, মোহাম্মদ ছানোয়ার হোসেন, মোঃ তানভীর সালেহীন ইমন, মোঃ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত উপকমিশনার গোলাম মোস্তফা রাসেল, মাঈনুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, মোঃ জসিম উদ্দীন চৌধুরী, এমএম মোহাইমেনুর রশিদ, ইফতেখায়রুল ইসলাম, এএসপি স্পেশাল সিকিউরিটি ফোর্স মনিরুল ইসলাম, সিনিয়র এএসপি ইয়াসিন আরাফত, মোঃ আতিকুল হক প্রধান, মোঃ এহসান উদ্দিন চৌধুরী, অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর, অশোক কুমার সিংহ, মোহাম্মদ আতিকুর রহমান, মোঃ আনিছুর রহমান, গনেশ গোপাল বিশ্বাস, মোঃ কামাল উদ্দিন, মোঃ আসাদুজ্জামান, মোঃ কামরুল ইসলাম, আবুল হাসান, মোঃ নূরুল মোত্তাকিন, মোঃ মাহাবুবুর রহমান, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ আবু ছালাম মিয়া, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সন্তোষ কুমার চাকমা, আবুল বাশার, মোঃ আবুল বাসার, এসআই আঃ গাফফার, এসআই (নিরস্ত্র) কাজী শফিকুল ইসলাম, আব্দুল আজিজ।
×