ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেনঝেনে চ্যাম্পিয়ন সিমোনা

প্রকাশিত: ০৬:২৭, ৮ জানুয়ারি ২০১৮

শেনঝেনে চ্যাম্পিয়ন সিমোনা

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমটা দারুণ কেটেছিল সিমোনা হ্যালেপের। মেজর কোন টুর্নামেন্ট জিততে না পারলেও অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়ে বছরের পুরোটা সময় জুড়েই আলো ছড়িয়েছেন তিনি। যার সৌজন্যে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করেন রোমানিয়ার এই টেনিস তারকা। নতুন মৌসুমটাও শুরু করলেন দারুণভাবে। প্রথম টুর্নামেন্টে অংশগ্রহণ করেই চ্যাম্পিয়ন হলেন হ্যালেপ। শনিবার ক্যাটেরিনা সিনিয়াকোভাকে ৬-১, ২-৬ এবং ৬-০ গেমে পরাজিত করে শেনঝেন ওপেনের শিরোপা উঁচিয়ে ধরেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই হ্যালেপ। বৃষ্টির কারণে ম্যাচটা এদিন শুরু হয়েছিল নির্ধারিত সময়েরও পাঁচ ঘণ্টা পর। এই ম্যাচে স্বাভাবিকভাবেই ফেবারিট ছিলেন হ্যালেপ। শুরুটাও করেছিলেন ঠিক সেভাবেই। কিন্তু দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান চেক প্রজাতন্ত্রের সিনিয়াকোভা। তবে শেষ পর্যন্ত টুর্নামেন্টের শীর্ষ বাছাইয়ের সঙ্গে অবশ্য পেরে উঠতে পারেননি তিনি। নতুন বছরের প্রথম টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হয়ে দারুণ রোমাঞ্চিত হ্যালেপ। তবে কৃতিত্ব দিচ্ছেন প্রতিপক্ষকেও। এ প্রসঙ্গে ম্যাচের শেষে সিমোনা হ্যালেপ তার অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘এই সপ্তাহটা দারুণ কেটেছে আমার। শেনঝেন ওপেনে খুব ভাল খেলেছি তাতে কোন সন্দেহ নেই। তবে লড়াই করেই জিততে হয়েছে আমাকে। কেননা প্রতিপক্ষ হিসেবে সিনিয়াকোভা অসাধারণ ভাল খেলছিল।’ বৃষ্টির কারণে ম্যাচটা ইন্ডোরে হলেও সেই প্রভাব পড়েনি হ্যালেপের। এ বিষয়ে তার অভিমত, ‘ কোর্টে এদিন মোটেও বিচলিত হইনি। পুরোটা সময়ই উপভোগ করতে চেয়েছি যদিওবা ম্যাচটা হয়েছে ইন্ডোরে। কঠিন লড়াই করে জিতলেও আমার কাজটা সঠিকভাবেই করেছি। বছরের প্রথম শিরোপা নিজের করে নিতে পেরেছি এটাই আমার কাছে দারুণ আনন্দের ব্যাপার।’ সিমোনা হ্যালেপে এটা ১৬তম ডব্লিউটিএ শিরোপা। শেনঝেনের দ্বিতীয়। এর আগে ২০১৫ সালেও এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এবার বর্তমান চ্যাম্পিয়নকে হারিয়েই শিরোপা পুনরুদ্ধার করলেন সিমোনা হ্যালেপ। তবে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলের পর রোমানিয়ান তারকার এটাই প্রথম ট্রফি। এদিকে শেনঝেন ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবেই কোর্টে নেমেছিলেন সিনিয়াকোভা। শুরু থেকে দুর্দান্ত খেলে ফাইনালে উঠে হেরে যাওয়ায় সিনিয়াকোভার হতাশাটা একটু বেশি। এ বিষয়ে তিনি বলেন, ‘গত বছর যেভাবে নতুন মৌসুমের প্রথম টুর্নামেন্ট শুরু করেছিলাম এবার সেভাবে হয়নি। কিন্তু হ্যালেপ সত্যিই খুব ভাল পারফর্ম করেছে। তবে আমার জন্য এটাও ভাল সূচনা। যদিওবা হ্যালেপেরটা আমার চেয়েও অধিকতর ভাল।’ গত মৌসুমে দুই শিরোপা জেতা সিনিয়াকোভার প্রত্যাশাটা এবার বেড়েছে। তিনি বলেন, ‘গত মৌসুমে ফাইনাল খেলা দুই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছি। এবার আশা করি আরও শিরোপা জয়ের স্বাদ পাব।’ বছরের শুরুতেই এমন আত্মবিশ্বাস নিঃসন্দেহে অনেক দূর এগিয়ে নিবে সিনিয়াকোভাকে। তবে ২০১৮ সালে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন এলিনা সিতলিনা। কেননা, হ্যালেপের আগেই ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হন ইউক্রেনের এই টেনিস তারকা। ফাইনালে তিনি বেলারুশের আলিয়াকসান্দ্রা সাসনোভিচকে পরাজিত করে সবার আগে শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভাসেন তিনি। এর ফলে নতুন মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনেও নিশ্চিত ফেবারিটের তকমাটা গায়ে মাখানো থাকবে হ্যালেপ-সিতলিনার। আগামী সপ্তাহেই শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। ইতোমধ্যেই মেলবোর্ন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস।
×