ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাইটেল স্পন্সর রকেট

ম্যাচের দিন জুয়া ঠেকাতে মোবাইল কোর্ট, ত্রিদেশীয় ও শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ

প্রকাশিত: ০৬:২৫, ৮ জানুয়ারি ২০১৮

ম্যাচের দিন জুয়া ঠেকাতে মোবাইল কোর্ট, ত্রিদেশীয় ও শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ

স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট ও টি২০ সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ডাচ্ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রকেট। ২০১৬ সালে দুই বছরের জন্য ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়ামের কাছ থেকে স্বত্ব কিনে নেয় ডাচ্ বাংলা ব্যাংক যা শেষ হয় ২০১৭ সালে। সেই মেয়াদ শেষ। নতুন করে আবার ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছে রকেট। নতুন বছরেও বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি। রবিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ত্রিদেশীয় সিরিজের টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবাদ সম্মেলনে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন, সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন ও মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস। ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়ামের পক্ষে উপস্থিত ছিলেন ফরিদুর রেজা সাগর। আর ডাচ্ বাংলা ব্যাংকের পক্ষ থেকে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোহাম্মদ শিরিন। সময় সূচি ॥ ১৫ জানুয়ারির বাংলাদেশ-জিম্বাবুইয়ের মধ্যকার ম্যাচ দিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটি শুরু হবে। এরপর ১৭ জানুয়ারি শ্রীলঙ্কা-জিম্বাবুইয়ে, ১৯ জানুয়ারি বাংলাদেশ-শ্রীলঙ্কা, ২১ জানুয়ারি শ্রীলঙ্কা-জিম্বাবুইয়ে, ২৩ জানুয়ারি বাংলাদেশ-জিম্বাবুইয়ে ও ২৫ জানুয়ারি শ্রীলঙ্কা-জিম্বাবুইয়ের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে। যে দুই দল পয়েন্ট তালিকায় শীর্ষে থাকবে ২৭ জানুয়ারি সেই দুই দল ফাইনালে লড়াই করবে। ত্রিদেশীয় সিরিজের সব ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় ম্যাচগুলো শুরু হবে। এ ত্রিদেশীয় সিরিজ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ৩১ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ দুই দলের মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় টেস্ট শুরু হবে। টেস্ট ম্যাচগুলো সকাল সাড়ে নয়টায় শুরু হবে। টেস্ট সিরিজ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ১৫ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ও ১৮ ফেব্রুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টি২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে। টি২০ ম্যাচগুলো বিকেল ৫টায় শুরু হবে। ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজে জুয়া ঠেকাতে মোবাইল কোর্ট থাকবে।
×