ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ দর্শকদের সামনে ব্রাজিলিয়ান প্লে মেকারকে উপস্থাপন করা হবে, কাতালানদের হয়ে ৭ নম্বর জার্সিতে খেলবেন তিনি, চুক্তি সাড়ে পাঁচ বছরের, ১৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে লিভারপুল ছাড়া;###;কুতিনহোর বাইআউট ক্লজ ৪০০ মিলিয়ন ইউরো

অবশেষে রেকর্ড পারিশ্রমিকে বার্সিলোনায় কুতিনহো

প্রকাশিত: ০৬:২৪, ৮ জানুয়ারি ২০১৮

অবশেষে রেকর্ড পারিশ্রমিকে বার্সিলোনায় কুতিনহো

স্পোর্টস রিপোর্টার ॥ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েই বার্সিলোনায় যোগ দিলেন ফিলিপ কুতিনহো। শনিবার তা নিশ্চিত করেছে স্পেনের জায়ান্ট ক্লাবটি। আগামী সাড়ে পাঁচ বছরের জন্য কুতিনহোকে দলে ভিড়িয়েছে বার্সিলোনা। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের বাইআউট ক্লজ দাঁড়াবে ৪০০ মিলিয়ন ইউরো। তৃতীয় সর্বোচ্চ চুক্তিতে কুতিনহোকে দলে ভেড়াল আর্নেস্তো ভালভার্দের দল। স্প্যানিশ গণমাধ্যমের খবর, ১৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ২৫ বছর বয়সী এই এ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে চুক্তি করেছে বার্সা। গত বছর বার্সিলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে কেনে নেয় প্যারিস সেইন্ট জার্মেই। সেইসঙ্গে দল বদলের ইতিহাসে বিশ্ব রেকর্ড গড়ে ফ্রেঞ্চ লীগ ওয়ানের জায়ান্ট ক্লাবটি। এরপর মোনাকো থেকে ১৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে কিলিয়ান এমবাপ্পেকে দলে নিয়ে আরেকটি রেকর্ড গড়ে পিএসজি। তবে এমবাপ্পের ধারের চুক্তির বিষয়টি সমাপ্ত হওয়ার পর জুনে আনুষ্ঠানিক ভাবে তার সঙ্গে চুক্তি কার্যকর হবে পিএসজির। সেই হিসেবে কুতিনহোই এখন ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। গত গ্রীষ্মকালীন দল বদলেই প্রথমবারের মতো কুতিনহোর দিকে নজর পড়ে বার্সিলোনার। কিন্তু ইনজুরি কাটিয়ে লিভারপুলে ফেরা এই তারকা প্লে মেকারকে কোন মূল্যেই ছাড়তে রাজি হয়নি লিভারপুল। ২০১৭ সালে শেষ সাতটি ম্যাচে তিনি ৬ গোল করেছেন। চ্যাম্পিয়নস লীগে সরাসরি জায়গা করে নিতে লিভারপুল বেশ শক্ত অবস্থানেই আছে। গ্রীষ্মে নেইমারকে ছেড়ে দেয়ার পর কুতিনহোকে দলে নেয়াটা বার্সার সামনে একটি চ্যালেঞ্জ ছিল। তবে শেষ পর্যন্ত সেই চ্যালেঞ্জে জয় হয়েছে কাতালানদের। শনিবার লিভারপুলের সতীর্থরা যখন দুবাইয়ে গরমে অনুশীলনের জন্য রওনা হয়েছেন তখন কুতিনহো ইংলিশ জায়ান্ট ক্লাবটিতেই ছিলেন। তখনই অনেকটা নিশ্চিত হয়ে যায় যে, প্রিমিয়ার লীগের অন্যতম শক্তিশালী দল লিভারপুল ছাড়ার দ্বারপ্রান্তে এই ব্রাজিলিয়ান। এরপরই স্ত্রী এইনেকে নিয়ে একটি ছবি পোস্ট করেন তিনি। যেখানে দেখা যায় লন্ডন ছেড়ে স্পেনে পথে পাড়ি দিচ্ছেন কুতিনহো। রবিবার নিজেদের মাঠ ন্যুক্যাম্পে লেভান্তের মুখোমুখি হয় মেসি-ইনিয়েস্তারা। গণমাধ্যমের খবরে জানা যায়, সেই ম্যাচে কুতিনহোকে দর্শক হিসেবে স্ট্যান্ডে দেখা যাওয়ার কথা। এদিকে বার্সিলোনার পক্ষ থেকে একটি ভিডিও পোস্টে দেখানো হয় ইতোমধ্যেই নতুন সদস্যের জন্য ড্রেসিংরুমে একটি লকার বরাদ্দ দেয়া হয়েছে যার উপরে কুতিনহোন নাম শোভা পাচ্ছে। রিওতে জন্মগ্রহণকারী কুতিনহো ২০১৩ সালের জানুয়ারিতে সাড়ে আট মিলিয়ন ইউরোর বিনিময়ে ইন্টার মিলান থেকে এ্যানফিল্ডে এসেছিলেন। সব ধরনের প্রতিযোগিতায় অলরেডদের হয়ে ৫৪ গোল করেন তিনি। যদিও পাঁচ বছরের মেয়াদে লিভারপুলের হয়ে কোন শিরোপা জয় করতে পারেননি তিনি। তারপরও কেন কুতিনহোকে দলে ভেড়াল কাতালানরা? এর কারণটাও খুব সুস্পষ্ট। দলের মূল তিন তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও আন্দ্রেস ইনিয়েস্তা সকলেই ত্রিশের ঘরে পৌঁছে যাওয়ার কারণে কুতিনহোর বয়সটাই কাতালান জায়ান্টদের বেশি আকৃষ্ট করেছে। কুতিনহোকে হারিয়ে হতাশ জার্গেন ক্লপ। তারপরও বাস্তবতা মেনেই নিতে হলো জার্মান কোচকে। ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে লিভারপুলের এই অভিজ্ঞ কোচ বলেন, ‘অনিচ্ছা সত্ত্বেও বলতে হচ্ছে আমাদের একজন ঘনিষ্ঠ বন্ধু, একজন অসাধারণ ব্যক্তিত্ব ও একজন চমৎকার খেলোয়াড় ফিলিপ কুতিনহোকে দল ও ক্লাবের পক্ষ থেকে বিদায় দেয়ার প্রস্তুতি নিতে হচ্ছে। এটা এখন আর গোপনীয় নয় যে জুলাই থেকেই কুতিনহো বার্সিলোনায় যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে। ওই সময়ই বার্সিলোনার পক্ষ থেকে প্রথম তার প্রতি আগ্রহ দেখানো হয়েছিল। ফিলিপ আমাকে, ক্লাব কর্তৃপক্ষ এমনকি সতীর্থদের কাছেও স্বীকার করেছে বার্সিলোনায় যে যেকোন মূল্যেই যেতে চায় সে।’ স্প্যানিশ গণমাধ্যমের খবর, সোমবার ন্যুক্যাম্পে কুতিনহোকে দর্শকদের সামনে উপস্থাপন করা হবে। এরই মধ্যে তিনি কত নম্বর জার্সি গায়ে চাপাবেন, তা ঠিক করে ফেলেছে স্প্যানিশ জায়ান্টরা। লিভারপুলের হয়ে ১০ নম্বর জার্সি পরে খেললেও বার্সিলোনায় সাত নম্বর জার্সি পরে মাঠে নামবেন তিনি। সে ক্ষেত্রে বার্সেলোনার হয়ে সাত নম্বর জার্সি পরে খেলা আর্দা তুরানের নম্বর বদলে যাবে। ধারণা করা হচ্ছে, শীতকালীন দল বদলের মৌসুমেই তাকে ছেড়ে দিচ্ছে বার্সা। দল বদলের ইতিহাসে শীর্ষ ফুটবলার ফুটবলার (দেশ) ক্লাব ট্রান্সফার মূল্য (ইউরো) নেইমার (ব্রাজিল) বার্সিলোনা থেকে পিএসজি ২২২ মিলিয়ন কিলিয়ান এমবাপে (ফ্রান্স) মোনাকো থেকে পিএসজি ১৮০ মিলিয়ন ফিলিপ কুতিনহো (ব্রাজিল) লিভারপুল থেকে বার্সিলোনা ১৬০ মিলিয়ন উসমান ডেম্বেলে (ফ্রান্স) বরুসিয়া থেকে বার্সিলোনা ১০৫ মিলিয়ন পল পোগবা (ফ্রান্স) জুভেন্টাস থেকে ম্যানইউ ১০৫ মিলিয়ন গ্যারেথ বেল (ওয়েলস) টটেনহ্যাম থেকে রিয়াল মাদ্রিদ ১০১ মিলিয়ন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল) ম্যানইউ থেকে পর্তুগাল ৯৪ মিলিয়ন
×