ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লড়াইয়ের বাইরের জীবন...

প্রকাশিত: ০৫:৩৯, ৮ জানুয়ারি ২০১৮

লড়াইয়ের বাইরের জীবন...

প্রত্যেকের জীবনে এক-একটা কাজের এক-একটা সময় আসে। এখন তার গুছিয়ে সংসার করার সময়, বৃহত্তর সমাজের সঙ্গে মিলেমিশে চলার সময়। শুধু একজন ‘আন্দোলনকারী’র পরিচয় নিয়ে জীবন কাটাতে চান না তিনি। যখন দরকার ছিল, তখন আন্দোলনেই মন দিয়েছিলেন। তবে এখন শান্তি চান। তা সহনশীলতার মাধ্যমে আসবে বলেই বিশ্বাস। নিজের রাজ্যে আমাকে লড়াইয়ের প্রতীক বানিয়ে দেয়া হচ্ছিল। কিন্তু আমার পরিচয় তো শুধু তা নয়। আমিও একজন সাধারণ নারী! সম্প্রতি ভারতের একটি সংবাদ মাধ্যমে এসব কথা বলেন ইরম শর্মিলা চানু। এক আলোচনা সভায় যোগ দিতে ব্রিটিশ স্বামী ডেসমন্ড কুচিনোর সঙ্গে প্রথমবারের মতো কলকতায় এসেছেন শর্মিলা। সম্প্রতি নিজ রাজ্য ছেড়ে তামিলনাডুতে গিয়ে সংসার পেতেছেন তিনি। এবার তার ইচ্ছা, বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন। আর ডেসমন্ড জানালেন, সংসার করতে বেশ লাগছে তাদের। শর্মিলার পাসপোর্ট হাতে পেলে ইংল্যান্ড থেকেও ঘুরে আসতে চান তারা। তবে কি শর্মিলা নিজে ও তার কাজের ধারা বদলে গেছে? মণিপুরের ভাল-মন্দভেবে আর পথে নামবেন না তিনি ? মণিপুরের কথা উঠতেই শর্মিলা আরও শান্ত হয়ে গেলেন যেন। চোখের কোণটা চিকচিক করছিল। এ সময় শর্মিলার হয়ে উত্তর দিতে শুরু করেন ডেসমন্ড। বলেন, শর্মিলা আন্দোলনকারী হয়ে জন্মাননি। তাই তার বদলানোর কোন প্রশ্নই উঠছে না। এ দেশে কেউ কারও কথা ভাবেই না। শর্মিলার কথাও কেউ ভাবেনি। তাই শুধু মণিপুর নয় এখন থেকে সব সাধারণ নাগরিকের জন্য কাজ করবেন শর্মিলা। ওয়েবসাইট অবলম্বনে।
×