ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুদ্ধাপরাধী বিচার

পলাতক রাজাকারকে হাজির করতে বিজ্ঞাপন দেয়ার নির্দেশ ট্রাইব্যুনালের

প্রকাশিত: ০৫:৩৮, ৮ জানুয়ারি ২০১৮

পলাতক রাজাকারকে হাজির করতে বিজ্ঞাপন দেয়ার নির্দেশ ট্রাইব্যুনালের

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেরপুরের নকলা উপজেলার এস এম আমিনুুজ্জামান ফারুকসহ চার রাজাকারের মধ্যে পলাতক এক রাজাকারকে স্বেচ্ছায় আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ ফেব্রুয়ারি। চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রবিবার এ আদেশ প্রদান করেছে। প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। নকলার এই চার রাজাকার হলো এস এম আমিনুজ্জামান ফারুক, একেএম আকরাম হোসেন, মোঃ এমদাদুল হক খাজা ওরফে খাজা ডাক্তার ও মোখলেসুর রহমান তারা। এদের মধ্যে মোখলেসুর রহমান তারা পলাতক রয়েছে। আসামিদের হত্যা, অপহরণ, লুট, নির্যাতন, ধর্মান্তরকরণসহ ৪ ধরনের অভিযোগ পাওয়া গেছে।
×