ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার এবি ব্যাংকের চেয়ারম্যানকে দুদকে তলব

প্রকাশিত: ০৫:১৭, ৮ জানুয়ারি ২০১৮

এবার এবি ব্যাংকের চেয়ারম্যানকে  দুদকে  তলব

স্টাফ রিপোর্টার ॥ বিদেশে অর্থ পাচারের অভিযোগ তদন্তে এবার আরব বাংলাদেশ (এবি ব্যাংকের) বর্তমান চেয়ারম্যান এম এ আওয়ালকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে উপস্থিত হতে সংস্থাটির পক্ষ থেকে তার কাছ থেকে চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে সোমবার ব্যাংকটির পরিচালক বি বি সাহা রায়কেও উপস্থিত হতে নোটিস দেয়া হয়েছে। সাবেক চেয়ারম্যানসহ কয়েকজন কর্মকর্তার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জনকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার ব্যাংকটির ছয় পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তারা হলেন- শিশির রঞ্জন বোস, মোঃ মেজবাহুল হক, মোঃ ফাহিমুল হক, সৈয়দ আফজাল হাসান উদ্দিন, মোছা. রুনা জাকিয়া ও অধ্যাপক এম ইমতিয়াজ হোসাইন। দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন ও সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান তাদের জিজ্ঞাসাবাদ করেন। এর আগে গত ২৮ ডিসেম্বর ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফজলার রহমানকে জিজ্ঞাসাবাদ করে দুদক। এরপর ৩১ ডিসেম্বর ব্যাংকটির সাবেক এমডি শামীম আহমেদ চৌধুরী ও ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এ্যান্ড ট্রেজারি শাখার প্রধান আবু হেনা মোস্তফা কামালকে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া গত ২ জানুয়ারি ব্যাংকটির আরও পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
×