ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দফতর বদল নিয়ে অন্য কিছু ভাবার সুযোগ নেই॥ তারানা হালিম

প্রকাশিত: ০৫:১৭, ৮ জানুয়ারি ২০১৮

দফতর বদল নিয়ে অন্য কিছু ভাবার সুযোগ নেই॥ তারানা হালিম

বিশেষ প্রতিনিধি ॥ নতুন দফতরে বসে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, দফতর বদল নিয়ে অন্য কিছু ভাবার সুযোগ নেই। কাজ করলে যে কোন জায়গায় বসে করা যায়। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে মিলেমিশে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে নতুন দফতরে কাজ করতে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন। দফতরে কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও ইঙ্গিত দিয়েছেন তিনি। তারানা হালিম বলেন, প্রধানমন্ত্রী যে চ্যালেঞ্জ মোকাবেলা করেন তার এক শতাংশও আমরা করি না। যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা কাজ করব। মন্ত্রিসভায় রদবদলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর নতুন দফতরে যোগ দিয়ে রবিবার সকালে তথ্য অধিদফতর সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তারানা হালিম টেলিযোগাযোগ বিভাগে তার সময়ের বিভিন্ন সফলতার চিত্র তুলে ধরলেও ওই বিভাগ নিয়ে সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দেননি। তিনি বলেন, আমি মনেকরি একটি চ্যালেঞ্জিং মিনিস্ট্রি থেকে বিশ্বাস ও আস্থার জায়গায় আরেকটি চ্যালেঞ্জিং কাজ আমাকে দিয়েছেন (প্রধানমন্ত্রী)। আমি কোনভাবেই মনেকরি না এখানে অন্য কিছু ভাবার সুযোগ আছে। কাজ করলে সব জায়গাতেই করা যায়। গত ২ জানুয়ারি মন্ত্রিসভায় নতুন চারজনের শপথ নেয়ার পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে সরিয়ে তারানা হালিমকে করা হয় তথ্য প্রতিমন্ত্রী। অভিনেত্রী-সংস্কৃতিকর্মী তারানা প্রায় তিন বছর আগে যোগ দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে। ওই মন্ত্রণালয়ে দীর্ঘদিন কোন মন্ত্রী ছিল না। এখন তিনি তথ্য মন্ত্রণালয়ে কাজ করবেন মন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে। নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বৃহস্পতিবার নতুন দফতরে যোগ দিলেও তারানা হালিম সেদিন অফিসে যাননি। তারানা হালিম রবিবার তথ্য মন্ত্রণালয়ের ৮০১ নম্বর কক্ষে তথ্য প্রতিমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কার্যালয়ে যান প্রতিমন্ত্রী তারানা। মন্ত্রীও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মতবিনিময় অনুষ্ঠানে গত চার বছরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে তারানা হালিম বলেন, আমি আপনাদের অনুরোধ করছি আগের মন্ত্রণালয় সম্পর্কে কোন প্রশ্ন না করলে খুশি হব। কারণ সেই মন্ত্রণালয় থেকে আমি আরেকটি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছি। কাজেই ওই মন্ত্রণালয়ের বিষয়ে জবাবদিহিতার যেটুকু জায়গা আমি কী করেছি তার বাইরে কিছু বলা শোভন হবে না। আর আমাকে দিয়ে সেই অশোভন কাজটি আপানারা করাবেন না বলেই আমি বিশ্বাস করি। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের গত চার বছরের অর্জনগুলো তুলে ধরে তারানা বলেন, এর মধ্যে যা কিছু সাফল্য তা সরকারের সাফল্য শেখ হাসিনার সাফল্য। আর কোন ব্যর্থতা থাকলে তা তারানা হালিমের। প্রধানমন্ত্রী ছিলেন ওই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী, এটা মনে রাখতে হবে আমাদের। প্রধানমন্ত্রী যেখানে দেবেন, যে দায়িত্বে দেবেন, সেখানেই সততার সঙ্গে দক্ষতার সঙ্গে কাজ করব, মেধা ও পরিশ্রম দিয়ে করব। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মতবিনিময় অনুষ্ঠানের শুরুতে তার স্বাগত বক্তব্যে তারানা হালিম সম্পর্কে বলেন, তিনি আমাদের মত রাজপথের সৈনিক ছিলেন, সরকার পরিচালনা ও মন্ত্রিপরিষদে সরকার চালানোয় আমরা দীর্ঘদিন ধরে কাজ করেছি। আমিজানি, তিনি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের চ্যালেঞ্জিং কাজ দক্ষতার সঙ্গে করেছেন, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, এজন্য গর্ববোধ করি। আমরা এক সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের কাজ আরও দক্ষতার সঙ্গে করতে সক্ষম হব।
×