ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্যানা হুদাকে বিচারিক আদালতে হাজির হতে হবে

প্রকাশিত: ০৫:১০, ৮ জানুয়ারি ২০১৮

 ব্যানা হুদাকে বিচারিক আদালতে হাজির হতে হবে

স্টাফ রিপোর্টার ॥ হাইকোর্টের সাজার রায়ের পর বিচারিক আদালতে আত্মসমর্পণ না করেই সর্বোচ্চ আদালতে লিভ টু আপীলের অনুমতি চেয়ে বিফল হতে হল সাবেক মন্ত্রী নাজমুল হুদাকে। নাজমুল হুদার আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন আপীল বিভাগ। রবিবার দায়িত্বরত প্রধান বিচারপতি মোঃ আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে আপীল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আদালতে নাজমুল হুদা নিজেই শুনানি করেন। এ সময় দুদকের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট খুরশীদ আলম খান। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, হাইকোর্টের সাজার বিরুদ্ধে আপীলে আবেদন করতে হলফনামার অনুমতি চেয়ে করা সাবেক মন্ত্রী নাজমুল হুদার আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আপীল বিভাগ। এখন হাইকোর্টের রায় পাওয়ার ৪৫ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু নাজমুল হুদা আত্মসমর্পণ না করেই লিভ টু আপীলের অনুমতি চেয়ে আবেদন করেন জানিয়ে খুরশীদ আলম বলেন, ‘আদালত গত ২ জানুয়ারি বলেছিল, আত্মসমর্পণ ছাড়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপীল আইন সমর্থন করে না। গতকাল (রবিবার) আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে।’ জরুরী অবস্থার মধ্যে ২০০৭ সালের ২১ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মোঃ শরিফুল ইসলাম ধানমন্ডি থানায় এ মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, সাপ্তাহিক পত্রিকা খবরের অন্তরালের জন্য মীর জাহের হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেন বিগত বিএনপি সরকারের যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদা। ওই বছর ২৭ আগস্ট বিশেষ জজ আদালতে এই মামলায় নাজমুল হুদাকে সাত বছরের কারাদ- এবং আড়াই কোটি টাকা জরিমানা করে। পাশাপাশি তার স্ত্রী সিগমা হুদাকে তিন বছরের দ- দেয়। ওই রায়ের বিরুদ্ধে নাজমুল হুদা ও সিগমা হুদা আপীল করলে ২০১১ সালের ২০ মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ তাদের খালাস দেয়। রাষ্ট্রপক্ষ ও দুদক ওই রায়ের বিরুদ্ধে আপীল বিভাগে গেলে উভয় আবেদনের শুনানি করে সর্বোচ্চ আদালত ২০১৪ সালের ১ ডিসেম্বর খালাসের রায় বাতিল করে পুনঃশুনানির নির্দেশ দেয়। পুনঃশুনানি শেষে গত বছরের ৮ নবেম্বর রায় দেয় বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ। সেখানে নাজমুল হুদাকে চার বছরের কারাদ- দেয়া হয়। আর সিগমা হুদার কারাভোগকালীন সময়কে সাজা হিসেবে গণ্য করতে বলা হয়। হাইকোর্ট ওই রায়ে নাজমুল হুদাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেও তিনি তা না করে লিভ টু আপীল করার অনুমতি চান। সেই আবেদনই রবিবার সর্বোচ্চ আদালতে নাকচ হল।
×