ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংসদের শীতকালীন অধিবেশন শুরু, চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

প্রকাশিত: ০৫:০৪, ৮ জানুয়ারি ২০১৮

 সংসদের শীতকালীন অধিবেশন শুরু, চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

সংসদ রিপোর্টার ॥ সরকার ও বিরোধীদলের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দশম জাতীয় সংসদের ১৯তম (শীতকালীন) অধিবেশন শুরু হয়েছে। রবিবার বিকেলে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। প্রথম দিনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ভাষণ দেন। এই অধিবেশন আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অধিবেশনকে সামনে রেখে সংসদ ভবন এলাকায় কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়। সকাল থেকেই চারপাশে অবস্থান নেয় বিপুল সংখ্যক র‌্যাব ও পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যে কোন ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে জলকামান থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা রাখে প্রশাসন। এমনকি সংসদ ভবনে প্রবেশ নিয়েও ছিল কঠোর কড়াকড়ি। সংসদ পর্যবেক্ষণে প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিভিন্ন দেশের কূটনীতিক ও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, প্রথম দিনে রাষ্ট্রপতির প্রদত্ত ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে অধিবেশন জুড়ে সাধারণ আলোচনা হবে। সরকার ও বিরোধীদলের সদস্যরা ৪৫ ঘণ্টা আলোচনা করবেন। অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে এই অধিবেশন আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। তবে প্রয়োজন হলে অধিবেশনের মেয়াদ স্পীকার বাড়াতে বা কমাতে পারেন। একইসঙ্গে প্রতিদিন বিকেল সাড়ে চারটায় অধিবেশন শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়া, আইনমন্ত্রী আনিসুল হক, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন ও চীফ হুইপ আ স ম ফিরোজ। অধিবেশনের শুরুতে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে অধিবেশনের কার্যক্রম শুরু করেন। স্পীকার ও ডেপুটি স্পীকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনার জন্য তিনি ৫ সদস্যের সভাপতিম-লীর নাম ঘোষণা করেন। তারা হলেন- কর্নেল (অব) ফারুক খান, পঞ্চানন বিশ্বাস, বিএম মোজাম্মেল হক, ফখরুল ইমাম ও সায়েরা মহসিন। পরে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। শোক প্রস্তাব গ্রহণ শেষে সদ্য প্রয়াত সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক এবং গোলাম মোস্তফা আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সময়ের জন্য অধিবেশন মুলতবি করা হয়। মুলতবি শেষে অধিবেশন কক্ষে প্রবেশ করেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। তিনি স্পীকারের পাশে নির্ধারিত ডায়াসে এক ঘণ্টার বেশি সময় ভাষণ দেন। রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি বর্তমান সরকারের উন্নয়ন-সাফল্য ও দেশের অগ্রগতির বিষয়গুলো রাষ্ট্রপতি তার ভাষণে তুলে ধরেন। রাষ্ট্রপতির ভাষণের সময় মুহুর্মুহু টেবিল চাপড়ে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান সরকার ও বিরোধীদলের সংসদ সদস্যরা। উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ায় ২০১৪ সালের ২৯ জানুয়ারি বিএনপি-জামায়াতকে ছাড়াই এই সংসদ যাত্রা শুরু করে। সংসদে বিরোধীদল জাতীয় পার্টির অবস্থান নিয়ে বিতর্ক থাকলেও বিগত অধিবেশনগুলোর মতো তাদের সরব উপস্থিতি ছিল। আর বছরের প্রথম অধিবেশনের প্রথম দিনেও সরকার ও বিরোধীদলের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
×