ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ভার্সিটিতে ওরিয়েন্টেশন

প্রকাশিত: ০৪:৩৫, ৮ জানুয়ারি ২০১৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ভার্সিটিতে ওরিয়েন্টেশন

দেশের প্রথম মেরিটাইম বিশেষায়িত সরকারী বিশ্ববিদ্যালয়,“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির মিরপুরের পল্লবীর অস্থায়ী ক্যাম্পাসে নেভাল আর্কিটেকচার এ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিংয়ের ১ম ব্যাচ ও ওশানোগ্রাফির ২য় ব্যাচের স্নাতক পর্যায়ের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজির ডিন কমডোর এম জিয়াউদ্দিন আলমগীর প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের গভীর আনন্দ ও উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানিয়ে বরণ করে নেয়া হয়। পরে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা, নিরাপত্তা ও পরিবেশসহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করা হয়। -বিজ্ঞপ্তি
×