ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জবিতে সাংবাদিক পেটানোর অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

প্রকাশিত: ০৪:৩৪, ৮ জানুয়ারি ২০১৮

জবিতে সাংবাদিক পেটানোর অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এক সাংবাদিককে পিটিয়ে জখমের ঘটনায় মার্কেটিং বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর চৌধুরী শাকিলকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে তাকে একই ঘটনার জেরে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জবি শাখা ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। এদিকে ছাত্রলীগের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জবি শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান লিজন নামে একজনকেও বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। জানা যায়, গত বুধবার টিএসসি চত্বরে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এক দৈনিক পত্রিকার বিশ্ববিদ্যালয় সাংবাদদাতা এহসানুল হক জোবায়েরকে দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আহত করে। এই ঘটনায় প্রাথমিক তদন্ত রিপোর্টে মার্কেটিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র তানভীর চৌধুরী শাকিল এর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। এতে তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। এ ব্যাপারে জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল বলেন, লিজন জবি ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে পুরান ঢাকায় বিভিন্ন সময় চাঁদাবাজি করত। তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
×