ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন প্রতিমন্ত্রীকে সংবর্ধনা

প্রকাশিত: ০৪:৩৪, ৮ জানুয়ারি ২০১৮

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন প্রতিমন্ত্রীকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ॥ দায়িত্ব নিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। সরকারী পরিবহন পুল ভবনে হবে তার অফিস। রবিবার তার যোগদান উপলক্ষে পরিবহন পুল ভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। আর কারিগরি শিক্ষাকে আধুনিকায়ন করার অঙ্গীকার করেছেন প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এ সংবর্ধনার আয়োজন করে। শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি ও নারী শিক্ষার উন্নয়নে বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর মধ্যে রোলমডেল। ইতোমধ্যে শতকরা ১৪ ভাগ শিক্ষার্থী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় পড়াশোনা করছে। ২০২০ সালের মধ্যে তা শতকরা ২০ ভাগে উন্নীত হবে। মাদ্রাসা শিক্ষায়ও অনেক পরিবর্তন এসেছে, আধুনিকায়ন করা হয়েছে। উন্নত দেশসহ দরিদ্র দেশগুলোর সমস্যা হচ্ছে মানসম্মত শিক্ষা। এসডিজি-৪ এর লক্ষ্য হচ্ছে মানসম্মত শিক্ষা অর্জন। শিক্ষার্থীদের যোগ্য কর্মী হিসেবে গড়ে তোলা। দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতির উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরকে আধুনিকায়ন করা হয়েছে। দুর্নীতির মূলোচ্ছেদ করার যে উদ্যোগ নেয়া হয়েছে, তা অব্যাহত থাকবে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ়। শিক্ষামন্ত্রী কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নবনিযুক্ত প্রতিমন্ত্রীকে শিক্ষা পরিবারের একজন সদস্য হিসেবে স্বাগত জানান। প্রতিমন্ত্রী শিক্ষার উন্নয়নে সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অন্যদিকে কারিগরি শিক্ষাকে আধুনিকায়ন করার অঙ্গীকার করলেন প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় বর্তমানে প্রশ্ন ফাঁস একটি বড় কেলেঙ্কারি। এটি থেকে বেরিয়ে আসতে হবে। আগামী বছর থেকে যাতে আর কোনভাবে প্রশ্ন ফাঁস না হয় সেদিকে নজর রাখতে হবে। কারিগরি শিক্ষা দেশের মূল চালিকা শক্তি এমন মন্তব্য করে তিনি বলেন, এটিকে ঢেলে সাজাতে হবে। বেকারমুক্ত করতে কারিগরি শিক্ষার্থীরা পাস করে বেরিয়ে যাওয়ার আগেই একটি ট্রেডের ওপর প্রশিক্ষণ দিতে হবে। এ শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালাইজ করতে হবে। আমরা সে লক্ষ্য নিয়ে কাজ করে যাব। প্রতিমন্ত্রী বলেন, নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তিতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। আমরা পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করে যাব। এ মন্ত্রণালয়কে আরও স্বচ্ছ ও সুন্দরভাবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভূঞা ও অশোক কুমার বিশ্বাস বক্তব্য রাখেন। নতুন প্রতিমন্ত্রীকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর, কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা অধিদফতরসহ বিভিন্ন দফতরের পক্ষ থেকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
×