ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গাজীপুরে কৃষককে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৪:৩৩, ৮ জানুয়ারি ২০১৮

গাজীপুরে কৃষককে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কৃষক আমির হোসেন মোল্লা (৫৫) উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ইজ্জতপুর (বিন্দুবাড়ী) গ্রামের মৃত ছায়েদ আলী মোল্লার ছেলে। এ ঘটনায় প্রতিপক্ষ স্থানীয় রুহুল আমীনের ছেলে হৃদয়কে দায়ী করেছেন নিহতের পরিবার। নিহত আমির হোসেন মোল্লার বড় ছেলে মনির হোসেন মোল্লা জানান, তাদের বাড়ির পাশেই আখক্ষেতের এক পাশে টিনশেড দিয়ে ছোট্ট ছাপড়া তৈরি করে তার বাবা রাত যাপন করে ক্ষেত পাহারা দিত। শনিবার রাত দেড়টার দিকে একই গ্রামের রুহুল আমীনের ছেলে হৃদয় ও তার ৪/৫ জন সহযোগী ওই ছাপড়া ঘরে ঘুমিয়ে থাকা তার বাবার ওপর হামলা করে। পরে তার বাবার চিৎকার শুনে এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় তার বাবা জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে বাড়িতে নিয়ে আসলে জ্ঞান না ফেরায় সকালে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত কর্মকর্তা ডাঃ তাসনিয়া জানান, নিহতের স্বজনরা তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছে। নিহতের হাত ও হাঁটুর নিচসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। জয়পুরহাটে বৃদ্ধা নিজস্ব সংবাদদাতা জয়পুরহাট থেকে জানান, ছোট ছেলেকে জমি দেয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে অপর পুত্র কন্যা নাতি নাতনির প্রহারে ৭০ বছরের বৃদ্ধা ফিরোজা বেগম হাসপাতালে মারা গেলেন। ঘটনাটি শনিবার জয়পুরহাট সদর থানার দোগাছী ইউনিয়নের রাঘবপুর গ্রামে ঘটে। এ ঘটনায় ৪ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের হয়েছে। জানা যায়, সদর থানার রাঘবপুর গ্রামের মৃত কফিলউদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম তার ছোট ছেলে ফসিরউদ্দিন কে ২৫ শতাংশ জমি কবালা মূলে দলিল করে দেয়। পরবর্তীতে ঐ জমি ও আরও ২ শতাংশ জমিসহ ৩ মেয়েকে ৯ শতক করে লিখে দেয়। মা ফিরোজা বেগম একই গ্রামের রিফিউজিরপাড়া ছোট মেয়ের বাড়িতে বসবাস করতে থাকে। বড় মেয়ে সাহেরা এ সময় রেবেকাকে তার নামে পাওয়া ৯ শতক জমি লিখে দেয়। একই সময়ে অপর বোন রেহেনা তার অংশ ৯ শতক জমি ছোট ভাই ফসিরকে লিখে দেয়। জমি দেয়া নেয়াকে কেন্দ্র করে রেবেকার সাথে মা ফিরোজার দ্বন্দ্ব তৈরি হয়। বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদে সালিশ হয়। এদিকে গত শনিবার বিকেলে ফিরোজা বেগম জমিতে গরুকে ঘাস খাওয়াতে গেলে বড় ছেলে ফারাজের মেয়ে লোপা তার বাবা, ফুপু, ফুপাতো ভাইকে চিৎকার করে ডেকে বলে দাদি জমিতে ঘাস খাওচ্ছে। এ সময় ফিরোজা বেগমের ছেলে ফারাজের মেয়ে লোপা এবং ফারাজের বোন রেবেকা ও তার ছেলে রিয়াদ ফিরোজা বেগমকে ঐ জমিতে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং মারধর করে। এসময় ফিরোজা বেগম গুরুতর আহত হলে ছোট ছেলে ফসির ও এলাকাবাসী তাকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করলে রাতে তিনি মারা যান।
×