ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত ॥ অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ০৪:৩২, ৮ জানুয়ারি ২০১৮

 কুমিল্লায় বন্দুকযুদ্ধে  ডাকাত নিহত ॥ অস্ত্র উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৭ জানুয়ারি ॥ জেলা ডিবি পুলিশের সঙ্গে সশস্ত্র ডাকাত দলের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাত তাহের বাহিনীর প্রধান আবু তাহের গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এসময় ডিবির একজন এসআই গুলিবিদ্ধসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাত আড়াইটার দিকে জেলার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় এ ঘটনা ঘটে। পরে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। নিহত আবু তাহের কুমিল্লা মহানগরীর সংরাইশ এলাকার আবুল খায়েরের ছেলে। জানা যায়, আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় গোমতী নদীর বাঁধে ১০/১৫ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে ডিবি পুলিশের একটি দল সেখানে পৌঁছে। এসময় ডাকাত দল ডিবি পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ও ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশও পাল্টা গুলি বর্ষণ করে। এতে ঘটনাস্থলে ডাকাত আবু তাহের গুলিবিদ্ধ হয়ে আহত হয়। আহত ডাকাত তাহেরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×