ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এফবিসিসিআইয়ের শিক্ষাবিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:৩১, ৮ জানুয়ারি ২০১৮

এফবিসিসিআইয়ের শিক্ষাবিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভা অনুষ্ঠিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন এ্যাডুকেশন (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ)-এর এক সভা শনিবার এফবিসিসিআই সভাকক্ষে অনুষ্ঠিত হয়। দেশের বর্র্তমান শিক্ষা পরিস্থিতি এবং শিক্ষাখাতের সমস্যাবলী নিয়ে সভায় আলোচনা হয়। কমিটির পক্ষ থেকে আগামীতে ‘মানসম্পন্ন শিক্ষায় জাতিসংঘের টেকসই উন্নয়নলক্ষমাত্রা বাস্তবায়ন’ নিয়ে সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। দেশের শিক্ষাখাতে বিদ্যমান সমস্যাবলী সমাধানের উপায় নিয়েও আলোচনা হয়। এছাড়াও কমিটি আগামীতে ‘মানসম্পন্ন ও চাকরির উপযুক্ত শিক্ষাপদ্ধতি’ নিয়েও সেমিনার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করে। কমিটির চেয়ারম্যান সুমন তালুকদার সভায় সভাপতিত্ব করেন। সভায় কমিটির ডাইরেক্টর ইনচার্জ গোলাম মঈনুদ্দিন উপস্থিত ছিলেন।
×