ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মোটরসাইকেল খাদে পড়ে নরসিংদীতে নিহত তিন

প্রকাশিত: ০৪:৩১, ৮ জানুয়ারি ২০১৮

মোটরসাইকেল খাদে পড়ে নরসিংদীতে  নিহত তিন

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ ঘন কুয়াশায় রাস্তার পাশে দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে । মাধবদী থানার মেঘনা বাজারে রবিবার সকাল ৭ টায় এ ঘটনা ঘটে ।জানা গেছে, সদর উপজেলার পুরানচরের এমদাদ মেম্বারের ছেলে রফিকুল ইসলাম (২৫) তার দুই বন্ধু অশোক দত্ত (২৭) ও সোহেলকে (২৬) নিয়ে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে মাধবদী যাওয়ার পথে ঘন কুয়াশার মধ্যে ওই স্থানে একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পার্শ¦বর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে ।খবর পেয়ে ভঙ্গারচর নৌ পুলিশ ফঁঁাঁড়ির উপপরিদর্শক নাসির উদ্দীন ও তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে তিন জনের মৃতদেহ উদ্ধার করে। এ বিষয়ে মাধবদী থানায় মামলা দায়ের হয়েছে । টাঙ্গাইলে বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নছিম উদ্দিন (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার এলেঙ্গা-বল্লা সড়কের কাগজীপাড়া এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে সিএনজির ড্রাইভারসহ ছয়জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নছিম উদ্দিন নামের এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। নিহত নছিম উদ্দিন কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের সিঙ্গাইর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। আহতরা হলো- নিহত নছিম উদ্দিনের ভাই গিয়াস উদ্দিন, সিএনজি ড্রাইভার একই এলাকার নাজিম উদ্দিনের ছেলে সমেজ উদ্দিন, আছার মিয়া, মোতালেব মিয়া ও শামস উদ্দিনের গ্রামের বাড়ি জানা যায়নি। কুষ্টিয়ায় বাস খাদে ॥ ৩০ পুলিশ আহত নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, রাষ্ট্রপতির প্রটোকলে আসা পুলিশবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় বেশ কয়েকজনকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের মোল্লাতেঘড়িয়া ও বাস টার্মিনালের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, বাউল সম্রাট লালন শাহর আখড়াবাড়িতে রাষ্ট্রপতির প্রটেকশনে থাকা পুলিশ সদস্যরা দায়িত্ব শেষে ওই বাসে করে কুষ্টিয়া শহরে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে বাসটি পার্শ¦বর্তী খাদে উল্টে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহতরা ভোলা জেলা থেকে আসা পুলিশ বাহিনীর সদস্য। শ্রীনগরে আহত যুবকের মৃত্যু স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কাজী আশ্রাফুল ইসলাম সৈকত (২২) রবিবার সকালে ঢাকার ল্যাব এইড হাসপাতালে মারা গেছেন। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় শ্রীনগর উপজেলার ভাগ্যকুলে আল-আমিন বাজার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে মাথায় আঘাত পান তিনি। পরে গুরুতর আহতাবস্থায় তাকে প্রথমে ঢাকার মিটফোর্ড হাসপাতাল, তারপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং শেষে ঢাকার ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। রবিবার সকালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান। নিহত সৈকত উপজেলার কামারগাঁও এলাকার বাবলু কাজীর পুত্র।
×