ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় ছাত্রের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৪:২৯, ৮ জানুয়ারি ২০১৮

সড়ক দুর্ঘটনায় ছাত্রের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৭ জানুয়ারি ॥ জেলার পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় জান্নাতুল তানভীর জেমি নামে এক স্কুলছাত্র নিহতের প্রতিবাদে অবস্থান ধর্মঘট ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে পাকুন্দিয়াবাসীর ব্যানারে এ কর্মসূচীতে পাকুন্দিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থী, শিক্ষকম-লীসহ নানা শ্রেণী পেশার লোকজন অংশ নেয়। এ সময় কিশোরগঞ্জ-ঢাকা সড়কে যান চলাচলে ব্যাঘাত ঘটে। কর্মসূচী পালনকারীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ^াস দিয়ে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু ও পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন। এছাড়াও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, পাকুন্দিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী মোঃ শাহজাহান, প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহম্মদ মানিক, সিনিয়র শিক্ষক আল আমিন প্রমুখ। উল্লেখ্য, পহেলা জানুয়ারি বিকেলে বাড়ি থেকে পাকুন্দিয়া-মুনিয়ারীকান্দা সড়কে উঠার পথে পাকুন্দিয়া থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে জান্নাতুল তানভীর জেমি (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীকে ধাক্কা দেয়। পরে তার মৃত্যু ঘটে।
×