ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস॥ জামায়াত নেতা গ্রেফতার

প্রকাশিত: ০৪:২৯, ৮ জানুয়ারি ২০১৮

ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস॥ জামায়াত নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ প্রধানমন্ত্রী, তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অর্থমন্ত্রী ও নৌ-পরিবহনমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয়া ও আপত্তিকর স্ট্যাটাস শেয়ার করার অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর থেকে নূর মোহাম্মদ প্রধান নামের এক জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার বিকেলে উপজেলার কুশিয়ারা এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ সন্ধ্যা ৬টায় বিষয়টি সাংবাদিকদের অবহিত করে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মোঃ মাজহারুল ইসলাম জানান, অভিযুক্ত নূর মোহম্মদ প্রধান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও নৌ-পরিবহনমন্ত্রী শাহাজাহান খানকে নিয়ে কটূক্তিমূলক বাজে মন্তব্য করে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেয়। পাশাপাশি জায়ামাত শিবিরপন্থী ফেসবুক আইডির এ ধরনের পোস্ট শেয়ার করেছে। বিষয়টি গোয়েন্দা পুলিশের নজরে আসলে তার ফেসবুক আইডি পর্যবেক্ষণ করে বিষয়টি প্রমাণ পাওয়া যায়। এছাড়া এলাকায় খোঁজখবর নিয়ে জানা গেছে সে জামায়াতে ইসলামীর একজন উগ্রবাদী সক্রিয় কর্মী।
×