ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৭৭ শতাংশ ব্যাংকের দর কমেছে

প্রকাশিত: ০৪:২৮, ৮ জানুয়ারি ২০১৮

৭৭ শতাংশ ব্যাংকের দর কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পতনে শেষ হয়েছে উভয় শেয়ারবাজারের লেনদেন। রবিবার লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন ব্যাংক খাতের ৭৭ শতাংশ প্রতিষ্ঠানের দর কমেছ। কমার শীর্ষে ওঠেছে ব্র্যাক ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, শেয়ারবাজারে ব্যাংক খাতের ৩০টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে দর কমেছে ২৩টির বা ৭৬.৬৬ শতাংশের, বেড়েছে ২টির বা ৬.৬৬ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৫টির বা ১৬.৬৬ শতাংশের। এদিন শেয়ার দর কমার শীর্ষে উঠে আসে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির শেয়ার দর কমেছে ১.৭০ টাকা। ব্যাংকটির লেনদেন হয়েছে ৭ কোটি ৯০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার। শেয়ার দর কমার ২য় অবস্থানে রয়েছে সিটি ব্যাংক। এ কোম্পানির শেয়ার দর কমেছে ১.২০ টাকা। লেনদেন হয়েছে ১৬ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকা। শেয়ার দর কমার ৩য় অবস্থানে রয়েছে রূপালী ব্যাংক। এ কোম্পানির শেয়ার দর কমেছে ০.৯০ টাকা। লেনদেন হয়েছে ২ কোটি ৪৮ লাখ ৮০ হাজার টাকা। কমার চতুর্থ অবস্থানে রয়েছে প্রাইম ব্যাংক। এ কোম্পানি শেয়ার দর কমেছে ৮০ পয়সা। অন্য কোম্পানিগুলো মধ্যে প্রাইম ব্যাংকের ০.৮০ টাকা, এবি ব্যাংকের ০.৫০ টাকা, মার্কেন্টাইল, ট্রাস্ট ও ব্যাংক এশিয়ার ০.৫০ টাকা করে, ইসলামী ব্যাংক ও ঢাকা ব্যাংকের ০.৪০ টাকা করে, উত্তরা ব্যাংকের ০.৩০ টাকা, আইএফআইসি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, পূবালী ব্যাংক, শাহজালাল ব্যাংক ও সোস্যাল ইসলামী ব্যাংকের।
×