ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝিকরগাছার সন্ত্রাসী রাজুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:২৫, ৮ জানুয়ারি ২০১৮

ঝিকরগাছার সন্ত্রাসী রাজুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মনিরামপুরে রাজু সরদার (৩৫) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। রবিবার সকালে থানা পুলিশ উপজেলার স্মরণপুর জয়েন্ট ইটভাঁটির নিকট থেকে লাশটি উদ্ধার করে। এর আগে সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। রাজু ঝিকরগাছার কৃষ্ণনগর গ্রামের মৃত রবিউল সরদারের ছেলে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকা-ের নানাবিধ অভিযোগ তুলেছেন এলাকাবাসী। নিহতের চোখ-মুখসহ দেহে চারটি গুলির চিহ্ন রয়েছে। স্থানীয়রা জানায়, রবিবার সকাল সাড়ে ৬টার দিকে প্রাতঃভ্রমণে বেরিয়ে জয়েন্ট ইটভাঁটির কাছে সরিষাক্ষেতে একজনের লাশ পড়ে থাকতে দেখেন তারা। পরে তারা থানা পুলিশে খবর দিলে সকাল সাড়ে আটটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়দের ধারণা, অন্য কোথাও রাজুকে গুলি করে মেরে সেই লাশ স্মরণপুরে এনে ফেলে রাখা হয়েছে। খেদাপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আইনুদ্দিন বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। নিহতের নাম রাজু, তার বাড়ি ঝিকরগাছায়। লাশের দেহে চারটি গুলির চিহ্ন রয়েছে।’ ঝিকরগাছা থানা পুলিশ জানায়, নিহত রাজু সরদার চিহ্নিত সন্ত্রাসী। গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠান শেষে ফেরার সময় নিহত আওয়ামী লীগ কর্মী মিলন হত্যা মামলাসহ ২৬টি মামলা রয়েছে। তিনি জানান, তাদের ধারণা প্রতিপক্ষ সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছে রাজু সরদার।
×