ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চাঁদে যাবে গাছ ও পোকা

প্রকাশিত: ০৪:২৪, ৮ জানুয়ারি ২০১৮

চাঁদে যাবে গাছ ও পোকা

চীন এ বছর চাঁদে আলু, আরাবিডোপসিস গাছ (বনে জন্মে) ও রেশম পোকার ডিম পাঠাবে। লুনার এক্সপ্লোরেশন প্রোগ্রামের (সিএলইপি) ঝ্যাং ইউয়ানজুন বলেন, রেশম পোকার ডিম থেকে যে পোকা জন্ম নেবে তা কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। আর আলু ও আরাবিডোপসিস গাছ তৈরি করবে অক্সিজেন। ফটোসিনথেসিস প্রক্রিয়ায় এর মাধ্যমে চাঁদে ক্ষুদ্রাকৃতির ইকোসিস্টেম তৈরি হবে। -চংকিং মর্নিং পোস্ট প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় নারী... ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ অরুণা মিলার (৫৩) মেরিল্যান্ডে কংগ্রেসের আসনে নির্বাচনের জন্য তার মনোনয়নপত্র দাখিল করেছেন। মিলার বর্তমানে মেরিল্যান্ড হাউস অব ডেলিগেট হিসেবে কাজ করছেন। তিনি প্রথম ২০১০ সালে নির্বাচনে জয়লাভ করেন। সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করলেও পরে রাজনীতিতে জড়িয়ে পড়েন মিলার। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরও চারজন। এদের মধ্যে একজন হলেন আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক নাদিয়া হাশিমি। -টাইমস অব ইন্ডিয়া
×