ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিমের সঙ্গে কথা বলতে আগ্রহী ট্রাম্প

প্রকাশিত: ০৪:২৪, ৮ জানুয়ারি ২০১৮

কিমের সঙ্গে কথা বলতে আগ্রহী ট্রাম্প

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে টেলিফোনে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশা প্রকাশ করেন যে দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যে আলোচনায় অগ্রগতি হবে । মেরিল্যান্ডের অবকাশ যাপন কেন্দ্র ক্যাম্প ডেভিডে রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে দলের বাৎসরিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা শেষে শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এসব বলেন। খবর ওয়েবসাইটের। ওয়াশিংটন ও সিউল তাদের যৌথ সামরিক মহড়া স্থগিত করার কয়েক ঘণ্টার মধ্যে শুক্রবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় সম্মতি জানায় পিয়ংইয়ং; দুই বছরের অচলাবস্থার পর চলতি সপ্তাহে এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা। শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তিনি কিমের সঙ্গে কথা বলতে আগ্রহী তবে পূর্বশর্ত ব্যতিরেকে নয়। ‘অবশ্যই আমি কথা বলব; কথা বলতে আমার কোন সমস্যা নেই,’ বলেন ট্রাম্প। দক্ষিণ নেপালে শৈত্যপ্রবাহ ॥ ৯ জনের মৃত্যু ভারত সীমান্তবর্তী নেপালের দক্ষিণাঞ্চলীয় তরাই অঞ্চলে গত দুইদিনে শৈত্যপ্রবাহে নয় জন মারা গেছে। প্রচ- ঠা-ায় ওই এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার গণমাধ্যমে একথা বলা হয়েছে। খবর সিনহুয়া’র। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, প্রচ- ঠা-ায় জমে সাপতারি জেলায় ছয় জন ও রাউতাহাট জেলায় তিন জন মারা গেছে। এদের অধিকাংশই শিশু ও বৃদ্ধ। গজেন্দ্র নারায়ণ সিংহ সাগরমাথা জোনাল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট রঞ্জিত কুমার ঝাঁ বলেন, ‘অসহনীয় ঠা-ার কারণেই এদের মৃত্যু হয়েছে।’
×