ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিলেট-ভোলাগঞ্জ সড়ক সংস্কার দাবি

প্রকাশিত: ০৪:২৩, ৮ জানুয়ারি ২০১৮

সিলেট-ভোলাগঞ্জ সড়ক সংস্কার  দাবি

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট-ভোলাগঞ্জ রাস্তা সংস্কারের দাবিতে সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে চৌহাট্টার সড়ক বিভাগের কার্যালয়ে স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি ইফতেখার আহমদ সুহেল, সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান, সহসভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক পলক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া প্রমুখ। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রায় সাড়ে ৪শ’ কোটি টাকা বরাদ্দের এক বছর পেরিয়ে গেলেও, আজও শুরু হয়নি সিলেট-ভোলাগঞ্জ সড়কের সংস্কার কাজ। গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন পুরোপুরি যানচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সংস্কার না করায় ৩৭ কিলোমিটার সড়কের সর্বত্র গর্তের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন তিন উপজেলার জনসাধারণ। সড়কের পুরোটাতেই বিশাল বিশাল গর্তের কারণে গাড়ি নষ্ট হয়ে যাওয়ার ভয়ে অনেক আগেই যাত্রীসেবা বন্ধ করে দিয়েছেন বাস মালিকরা। অল্পসংখ্যক সিএনজি অটোরিক্সা চললেও গর্তে পড়ে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তার এই বেহাল দশায় গর্ভবতী মায়েদের হাসপাতালে নিয়ে যেতে চরম ভোগান্তির শিকার হতে হয়।
×