ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ড

যৌন নিপীড়নের প্রতিবাদে কালো পোশাক পরবেন তারকারা

প্রকাশিত: ০৪:২৩, ৮ জানুয়ারি ২০১৮

যৌন নিপীড়নের প্রতিবাদে কালো পোশাক পরবেন তারকারা

এ বছরের প্রথম ও সবচেয়ে বড় এ্যাওয়ার্ড অনুষ্ঠান হতে যাচ্ছে গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ড। যা হলিউডের যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর প্রথম অনুষ্ঠান। খবর বিবিসির। জানা গেছে, টেলিভিশন ও সিনেমার তারকারা রেড কার্পেটে প্রতিবাদের প্রতীক হিসেবে কালো পোশাক পরবেন। এমনিতেই গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ড অনুষ্ঠানে জমকালো পোশাক পরার রীতি রয়েছে। অনুষ্ঠানের উপস্থাপক সেথ মেয়ার তার স্বাগত বক্তব্যে এই ইস্যুটা নিয়ে কথা বলবেন। মার্কিন এই কমেডিয়ান বলেছেন, মুভি মুঘল হার্ভি ওয়েনস্টেইন এবং অন্যদের বিরুদ্ধে যে যৌন হয়রানির ও হেনস্থার অভিযোগ উঠেছে সেটার আলোকেই কথা বলবেন তিনি। তিনি দ্য হলিউড রিপোর্টারকে বলেছেন, বিষয়টি নিয়ে আমি আমার স্ত্রী ও বিভিন্ন নারীদের সঙ্গে কথা বলেছি কিভাবে বিষয়টি মঞ্চে তুলে আনা যায়। আমরা সবাই একমত হয়েছি যে, এটা একটা বড় সুযোগ এই ইস্যুতে কিছু বলার। যেটা এর আগে কোন বছরে হয়নি। সম্প্রতি হলিউডের বেশ কয়েকজন অভিনেত্রী বলেছেন, অস্কারজয়ী প্রোযোজক হার্ভি ওয়েনস্টেইনের কাছে তারা যৌন হয়রানির শিকার হন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে মি টু হ্যাশ ট্যাগে অনেক নারী-পুরুষ জানিয়েছেন তারা কিভাবে যৌন হয়রানির শিকার হয়েছেন। সিডনিতে ৮০ বছরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড অস্ট্রেলিয়ার জনপ্রিয় পর্যটন ও ব্যবসায়িক হাব সিডনি। আট দশকের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রায় পুড়ছে। রবিবার বিকেল ৩টার দিকে শহরটির পেনরিথ এলাকার তাপমাত্রা রেকর্ড ৪৭ দশমিক ৩ ডিগ্রীতে পৌঁছায়, ১৯৩৯ সালের পর যা সর্বোচ্চ। প্রচণ্ড গরমে স্থানীয় অধিবাসীদের কাজ ছাড়া ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। এ সময় বেশি বেশি তরল খাবার খাওয়ারও পরামর্শ দেয়া হয়েছে। খবর গার্ডিয়ানের। প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত গরমের কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাইওয়েগুলোতে গাড়ির সংখ্যা কমে আসে।
×