ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আন্তঃকোরীয় সংলাপে প্রতিনিধিদের তালিকা পাঠিয়েছে পিয়ংইয়ং

প্রকাশিত: ০৪:২৩, ৮ জানুয়ারি ২০১৮

আন্তঃকোরীয় সংলাপে প্রতিনিধিদের তালিকা পাঠিয়েছে পিয়ংইয়ং

উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে এ সপ্তাহে এক বিরল উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য প্রতিনিধি দলের একটি তালিকা পাঠিয়েছে। সিউলে পুনরেকত্রীকরণ মন্ত্রণালয় এ কথা বলেছে। -ইয়াহু নিউজ। দুই কোরিয়া শুক্রবার দু’বছরের বেশি সময় পর প্রথমবারের মতো তাদের আনুষ্ঠানিক সংলাপ অনুষ্ঠানে সম্মত হয়েছে এবং দক্ষিণ কোরিয়ায় আগামী মাসে অনুষ্ঠিতব্য উইন্টার অলিম্পিকসে উত্তর কোরিয়ার অংশগ্রহণের বিষয় বৈঠকে আলোচনা করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। মন্ত্রণালয় বলেছে, নিরাপদ এলাকা পানমুনজোমে মঙ্গলবারের বৈঠকে উত্তর কোরীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পিয়ংইয়ংয়ের আন্তঃকোরীয় বিষয়ক প্রধান রিসন-গয়োন। পিয়ংইয়ং সিউলকে অবহিত করেছে যে, ক্রীড়ার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাসহ অন্য চার কর্মকর্তা রিয়ের প্রতিনিধি দলে থাকবেন। উত্তর কোরীয় নেতা কিম জং-উন তার নববর্ষ ভাষণে বলেছিলেন যে, পরমাণুর বোতাম তার টেবিলে রয়েছে এবং এ কথাও বলেছিলেন, পিয়ংইয়ং পাইয়ংচ্যাংয়ে উইন্টার অলিম্পিকসে একটি ক্রীড়া দল পাঠাতে পারে। তার এ সিদ্ধান্তের পরই পুনঃসম্পর্ক প্রতিষ্ঠার পরীক্ষামূলক এ উদ্যোগ নেয়া হয়। দু’বছর সংলাপ বন্ধ থাকার পর সিউল বৈঠকের প্রস্তাব দেয় এবং গত সপ্তাহে দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয় হটলাইন। দক্ষিণ কোরীয় পুনরেকত্রীকরণ মন্ত্রী চো মাইওং গয়োন আগামী সংলাপে নেতৃত্ব দেবেন বলে সিউল জানানোর একদিন পর উত্তর কোরীয় বার্তাটি পৌঁছায়। পুনরেকত্রীকরণ মন্ত্রণালয় বলেছে, মঙ্গলবারের বৈঠকের বিস্তারিত বিষয় নিয়ে আন্তঃকোরীয় হট লাইনে আলোচনা করা হবে যদিও উইন্টার গেমসে উত্তর কোরিয়ার অংশগ্রহণ বিষয়টি বৈঠকে প্রধান আলোচনার বিষয় হবে।
×