ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কিংবদন্তি মার্কিন নভোচারী জন ইয়ং মারা গেছেন

প্রকাশিত: ০৪:২৩, ৮ জানুয়ারি ২০১৮

কিংবদন্তি মার্কিন নভোচারী জন ইয়ং মারা গেছেন

কিংবদন্তি মার্কিন নভোচারী জন ইয়ং মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। মার্কিন এ নভোচারী জীবদ্দশায় অন্তত ছয়বার মহাকাশে গিয়েছেন এবং চাঁদের বন্ধুর ভূপৃষ্ঠে হেঁটে বেড়িয়েছেন। গত শুক্রবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এই বিজ্ঞানী মারা গেছেন বলে নাসা জানিয়েছে। খবর এএফপি, দ্য ইকোনোমিক টাইমস ও নাসা ডটকমের। তিনিই প্রথম ব্যক্তি যিনি ছয়বার মহাকাশে যেতে পেরেছেন, তবে ১৯৭২ সালে তার চাঁদের যাত্রা ধরলে মহাকাশে জন ইয়ংয়ের সাতবার যাওয়া হয়। এছাড়া তিনিই একমাত্র নভোচারী যিনি চারটি ভিন্ন ভিন্ন মহাশূন্যযানে চড়ে মহাকাশে গিয়েছিলেন। শনিবার এক বিবৃতিতে নাসার ভারপ্রাপ্ত প্রশাসক রবার্ট লাইটফোর্ট বলেন, ‘নাসা ও বিশ্ব একজন অগ্রদূতকে হারাল। জন ইয়ংয়ের ঘটনাবহুল জীবনের গল্প মহাকাশ অভিযাত্রীদের তিন জেনারেশনকে অনুপ্রাণিত করবে। মানুষের পরবর্তী সীমান্তের দিক খুঁজে নিতে আমরা তার কাঁধ বরাবর (আদর্শে ও বিশ্বাসে অনুপ্রাণিত হওয়া) দাঁড়াব অবশ্যই।’ ১৯৬২ সালে নির্বাচিত নাসার নভোচারীদের দ্বিতীয় দল নিল আর্মস্ট্রং ও জিম লোভেলের সঙ্গে ইয়ংও দুবার জেমিনাই, দুবার এ্যাপোলো ও দু’বার মহাশূন্য মিশনে অংশগ্রহণ করেন। তিনি তিন নভোচারীদের একজন যিনি দু’বার চাঁদে গিয়েছিলেন ও নবম ব্যক্তি হিসেবে চাঁদের মাটিতে হেঁটেছেন।
×