ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিস্তা ক্যানেলের মাটি ইটভাঁটিতে

প্রকাশিত: ০৪:২২, ৮ জানুয়ারি ২০১৮

তিস্তা ক্যানেলের মাটি  ইটভাঁটিতে

সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর, ৭ জানুয়ারি ॥ বদরগঞ্জে তিস্তা ক্যানেলের মাটি যাচ্ছে ইটভাঁটিতে। সরকারের কোটি কোটি টাকার ক্যানেলটি লুটপাটের মহোৎসব চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি নেই। জানা যায়, উত্তরবঙ্গে পানির স্তর কমে যাওয়ায় ইরিগেশনের জন্য প্রায় ২৫ বছর পূর্বে তিস্তা নদীর ডালিয়া ব্যারেজের মূল ক্যানেলের কয়েকটি শাখা উপজেলার মধুপুর ইউনিয়নে উত্তর বাউচ-ি, কাজির হাট, ময়নাকুঁড়ি ও কামার পাড়া (শাখোয়া পাড়া) গ্রামের মধ্য দিয়ে আউলিয়াগঞ্জ পর্যন্ত বিগত সরকারের আমলে নির্মাণ করা হয়। নির্মাণকৃত ক্যালেনগুলোর প্রস্থ ৩০ থেকে ৩৫ ফিট ছিল। ওই শাখা ক্যানেলগুলো নির্মাণ হলেও অজ্ঞাত কারণে চালু হয়নি। পরিত্যক্ত ক্যানেলগুলো দীর্ঘদিন চালু না হওয়ায় এলাকার লোকজন চলাচলের জন্য রাস্তা হিসেবে ব্যবহার করে আসছিল। এছাড়াও গত বছরে ভয়াবহ বন্যার কবলে ক্যানেলগুলোর প্রায় অংশ ভেঙ্গে পড়ে। এ সুযোগে জমির মালিকেরা ক্যানেলগুলোর মাটি কেটে নেন তাদের জমিগর্ভে। আবার কেউ কেউ অর্থের বিনিময়ে ওই ক্যানেলের মাটি কেটে দিচ্ছেন ভাঁটিতে। রবিবার সরেজমিনে উপজেলার উত্তর বাওচ-ি কামারপাড়া (শাখোয়া) গ্রামের অদূরে ক্যানেলটিতে গিয়ে দেখা যায়, একই এলাকার এক প্রভাবশালী ক্যানেলের মাটি কেটে তার নিজস্ব ট্রাক্টর দিয়ে নিয়ে যাচ্ছে ইটভাঁটিতে। এ সময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন তিনি। এলাকাবাসী আমিরুল ইসলাম, আজিদুল ইসলামসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্যানেলের পাশে জমির মালিকরা সরকারের কাছে জমি বেচে একদফা টাকা নিয়েছে। আবার তারাই ক্যানেলের মাটি কেটে জমি দখলে মেতে উঠেছে। তারা আরও বলেন, দীর্ঘদিন ক্যানেলটি পরিত্যক্ত থাকায়, আমরা এলাকাবাসী রাস্তা হিসেবে ব্যবহার করে আসছি।
×