ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাস্টমস এ্যান্ড বর্ডার প্রটেকশন

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে খরচ হবে ১৮শ’ কোটি ডলার

প্রকাশিত: ০৪:২২, ৮ জানুয়ারি ২০১৮

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে খরচ হবে ১৮শ’ কোটি ডলার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে, মেক্সিকো সীমান্তে প্রস্তাবিত দেয়াল নির্মাণ কাজে আগামী এক দশকে ১ হাজার ৮শ’ কোটি ডলার খরচ হবে। ওই দেয়াল নির্মাণ ছিল ট্রাম্পের একটি উল্লেখযোগ্য নির্বাচনী প্রতিশ্রুতি। এর মধ্য দিয়ে দেয়াল নির্মাণ কাজের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হওয়ার ইঙ্গিত পাওয়া গেল। ওয়াশিংটন পোস্ট। জানা গেছে, এই অর্থ যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ৩১৬ মাইল জুড়ে নতুন বেড়া দিতে এবং বিদ্যমান ৪০৭ মাইল এলাকা জুড়ে পুরনো বেড়া উন্নয়নের কাজে ব্যবহৃত হবে। কাস্টমস এ্যান্ড বর্ডার প্রটেকশনের (সিবিপি) কর্মকর্তারা শুক্রবার সিনেটের সংশ্লিষ্ট কমিটির কাছে এই হিসাব পাঠিয়েছেন। এই কাজ শেষ হলে ২০২৭ সালের মধ্যে দু’দেশের মধ্যকার ২ হাজার মাইলের বেশি লম্ব সীমান্তের অর্ধেকের বেশি বেড়া কোন প্রতিবন্ধকতা দিয়ে পৃথক করা সম্ভব হবে। ওয়াল স্ট্রিট জার্নাল খবরটি প্রথম প্রকাশ করে। বাজেট পাস নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এ খবর ফাঁস হয়। নির্ধারিত সময়ের মধ্যে বাজেট পাস করাতে না পারলে ২০ জানুয়ারি সরকার শাট ডাউন হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে। ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যরা এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন। ইলিনয় থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলীয় সিনেটর রিচার্ড ডারবিন বলেন, ‘দেয়াল নির্মাণের ব্যয় নির্বাহের জন্য গবর্নমেন্ট শাট ডাউন প্রয়োজন হলে ট্রাম্প সেটি চান। অবস্থা দেখলে মনে হয় ট্রাম্প সম্ভবত সেদিকেই যাচ্ছেন।’ ডারবিন সিনেট ইমিগ্রেশন সাব-কমিটির সদস্য। তিনি ও আরও কয়েকজন সদস্য কয়েকমাস ধরে অভিবাসন ইস্যু নিয়ে কাজ করে যাচ্ছেন। এর মধ্যে আমেরিকান দেশগুলো থেকে আসা বহু অভিবাসীর সন্তান এখন বহিষ্কারের ঝুঁকির মধ্যে রয়েছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় গৃহীত ডেফার্ড এ্যাকশন চাইল্ডহুড এরাইভল (ডাকা) প্রোগ্রামের মেয়াদ উত্তীর্ণ হলে তারা বহিষ্কারের ঝুঁকির মুখে পড়বে। ডারবিন ও অভিবাসন কমিটির সিনেটরদের অনুরোধ সিবিপি দেয়াল নির্মাণ খরচের আনুমানিক হিসাব প্রকাশ করেছে। ট্রাম্প যদিও বলে রেখেছেন নির্মাণ খরচের একটি অংশ মেক্সিকোও বহন করবে, তবে খরচের বড় অংশ আমেরিকার করদাদাতাদেরই বহন করতে হবে। সম্ভবতা অদূর ভবিষ্যত্যেই তাদের এই খরচের বোঝা বইতে হবে। সিপিবির দেয়া আনুমানিক খরচের যে হিসাবের কপি ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের হস্তগত হয়েছে তাতে দেখা যায় দেয়াল নির্মাণের খরচ আগামী দশ বছরে এই খরচ ৩ হাজার ৩শ’ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। ১ হাজার ৮শ’ কোটি ডলার কেবল প্রাথমিক পর্যায়ের কাজের জন্য লাগবে।
×