ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

২০১৭ সালে অধিকাংশ ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে

প্রকাশিত: ০৭:০০, ৭ জানুয়ারি ২০১৮

২০১৭ সালে অধিকাংশ ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে

ফারমার্স ব্যাংকের গ্রাহকদের মধ্যে আমানত ফিরে না পাওয়ার আতঙ্ক, বেসরকারী ব্যাংকের ব্যবস্থাপনায় পরিবর্তন, পরিচালনা পর্ষদ দখল, খেলাপী ঋণ বেড়ে যাওয়া ও ডলারের বাজারে বিশৃঙ্খলার মধ্য দিয়ে ২০১৭ সাল অতিবাহিত হলেও এই সময়ে বেশিরভাগ ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা করেছে ব্যবস্থাপনায় পরিবর্তন ও পরিচালনা পর্ষদ দখল হওয়া ইসলামী ব্যাংকে। ২০১৬ সালের ধারাবাহিকতায় সদ্য বিদায়ী বছরটিতে ব্যাংকিং খাতের পরিচালন মুনাফা বেড়েছে উল্লেখযোগ্য হারে। সদ্যসমাপ্ত ২০১৭ সালে দেশের অধিকাংশ সরকারী-বেসরকারী ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে। নতুন প্রজন্মের ব্যাংকগুলোও ভাল পরিচালন মুনাফা পেয়েছে। ব্যাংকগুলো ঋণের ক্ষেত্রে যে পরিমাণ সুদ কমিয়েছে, আমানতের ক্ষেত্রে তার চেয়ে বেশি কমিয়েছে। যদিও মাঝামাঝিতে ঋণ ও আমানতের সুদহার (স্প্রেড) কিছুটা কমেছিল। কিন্তু শেষদিকে এসে তা আবার বেড়ে গেছে। এ কারণেই ব্যাংকগুলোর পরিচালন মুনাফা বেড়েছে। বরাবরের মতো এবারো পরিচালন মুনাফায় শীর্ষে রয়েছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক। মুনাফায় ভাল প্রবৃদ্ধি হয়েছেÑ পূবালী, ব্র্যাক, ডাচ্-বাংলা, সাইথইস্ট, মার্কেন্টাইল, ট্রাস্ট, এক্সিম, আল-আরাফাহ্, মিউচ্যুয়াল ট্রাস্ট, ওয়ান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ব্যাংক এশিয়া, এনসিসি, ইস্টার্নসহ বেশ কয়েকটি বেসরকারী ব্যাংকের। তবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), দ্য সিটিসহ কয়েকটি ব্যাংকের মুনাফা গত বছরের তুলনায় কিছুটা কমেছে। সূত্র অনুযায়ী, ২০১৭ সাল শেষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২ হাজার ৪২০ কোটি টাকার পরিচালন মুনাফা করেছে। এর আগে ২০১৬ সালে ব্যাংকটি ১ হাজার ৪৫২ কোটি টাকা পরিচালন মুনাফা করে। এ হিসাবে ইসলামী ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে প্রায় ৬৭ শতাংশ। বিদায়ী বছরে ন্যাশনাল ব্যাংক ১ হাজার ২১৮ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। ২০১৬ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ১ হাজার ৮১ কোটি টাকা। ভাল পরিচালন মুনাফা পেয়েছে বেসরকারী খাতের পূবালী ব্যাংকও। ব্যাংকটি ২০১৭ সালে ৯১৫ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। যদিও ২০১৬ সালে ব্যাংকটি ৬৭৩ কোটি ও ২০১৫ সালে ৭৮০ কোটি টাকার পরিচালন মুনাফায় ছিল। বিদায়ী বছরে ৯০১ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে সাউথইস্ট ব্যাংক। ২০১৬ সালে ৮৫০ কোটি টাকা পরিচালন মুনাফায় ছিল ব্যাংকটি। গ্রাহকদের আস্থা, বিশ্বাস ও ভালবাসাই সাউথইস্ট ব্যাংকের পুঁজি উল্লেখ করেন ব্যাংকেটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল হোসেন। তিনি বলেন, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে ব্যাংকগুলোকে নতুন নতুন ধারণা নিয়ে ব্যাংকিং করতে হবে। আমরা নতুনত্বের পথেই হাঁটছি। প্রত্যাশার চেয়েও গত দুই বছর ভাল পরিচালন মুনাফা করেছে মার্কেন্টাইল ব্যাংক। বিদায়ী বছরে ব্যাংকটির পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৭১১ কোটি টাকা। ২০১৬ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৪৪৯ কোটি টাকা।২০১৬ সালে বেসরকারী খাতের ব্যাংক এশিয়ার পরিচালন মুনাফা কমলেও বিদায়ী বছরে ভাল করেছে। ২০১৭ সালে ব্যাংকটি পরিচালন মুনাফা করেছে ৬৯৫ কোটি টাকা। ২০১৬ সালে ৬১৮ কোটি টাকা পরিচালন মুনাফায় ছিল ব্যাংক এশিয়া। বিদায়ী বছরে ভাল পরিচালন মুনাফা করেছে ডাচ্-বাংলা ব্যাংকও। ২০১৬ সালে ব্যাংকটি ৫৫২ কোটি টাকা পরিচালন মুনাফা করলেও বিদায়ী বছরে তা ৭৫০ কোটি টাকা ছাড়িয়েছে। পরিচালন মুনাফায় ভাল প্রবৃদ্ধি হয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকেরও। ২০১৭ সালে ৮০৯ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে ব্যাংকটি। ২০১৬ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৭৫৭ কোটি টাকা। ইসলামী ধারার এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ (এক্সিম) ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালন মুনাফায়ও প্রবৃদ্ধি হয়েছে। ২০১৭ সালে এক্সিম ব্যাংক ৭১১ কোটি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৪৭৫ কোটি টাকার পরিচালন মুনাফা করেছে। ২০১৬ সালে ব্যাংক দুটির পরিচালন মুনাফা ছিল যথাক্রমে ৫৯৪ কোটি ও ৩৭২ কোটি টাকা। ধারাবাহিক মুনাফা প্রবৃদ্ধি ধরে রেখেছে ট্রাস্ট ব্যাংক। ব্যাংকটি ২০১৭ সালে ৬৩০ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। এর আগে ২০১৬ সালে ট্রাস্ট ব্যাংকের পরিচালন মুনাফা ছিল ৫০১ কোটি টাকা। বিদায়ী বছরে বেসরকারী ইস্টার্ন ব্যাংক ৭৫০ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। ২০১৬ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৬৪১ কোটি টাকা। ২০১৬ সালে ৭৭৭ কোটি টাকা পরিচালন মুনাফা করলেও বিদায়ী বছরে তা ৬৯০ কোটি টাকায় নেমে এসেছে দ্য সিটি ব্যাংকের। ২০১৫ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৬৬৭ কোটি টাকা। ভাল মুনাফা প্রবৃদ্ধি হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকেরও। ২০১৭ সালে ৪১৭ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে ব্যাংকটি। ২০১৬ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৩৪০ কোটি টাকা।২০১৭ সালে ৫৫০ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে বেসরকারী খাতের ওয়ান ব্যাংক লিমিটেড। ২০১৫ সালে ব্যাংকটির এ মুনাফার পরিমাণ ছিল ৪৩৯ কোটি টাকা। এছাড়া ২০১৭ সালে ন্যাশনাল ক্রেডিট এ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক ৫৩৫ কোটি ও স্ট্যান্ডার্ড ব্যাংক ৩৬০ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। ২০১৬ সালে ব্যাংক দুটির পরিচালন মুনাফা ছিল যথাক্রমে ৪৭০ কোটি ও ৩২২ কোটি টাকা।তবে প্রত্যাশার চেয়েও খারাপ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। ২০১৬ সালে ৭৬৫ কোটি টাকা পরিচালন মুনাফা করলেও বিদায়ী বছরে তা ৫৬০ কোটি টাকায় নেমে এসেছে। নতুন ব্যাংকগুলোও ২০১৬ সালে উল্লেখযোগ্য পরিচালন মুনাফা করতে সমর্থ হয়েছে। নতুন নয়টি ব্যাংকের মধ্যে বিদায়ী বছরে সবচেয়ে বেশি ২৩০ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে ইউনিয়ন ব্যাংক। সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক ১৮২ কোটি, মধুমতি ১৫১ কোটি ও এনআরবি গ্লোবাল ব্যাংক ১৬১ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। ২০১৬ সালে ব্যাংক তিনটির পরিচালন মুনাফা ছিল যথাক্রমেÑ ১৫৪ কোটি, ৯২ কোটি ও ৬০ কোটি টাকা। এছাড়া মেঘনা ব্যাংক ১১০ কোটি ও মিডল্যান্ড ব্যাংক ১২০ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। বিপর্যয় সত্ত্বেও এনআরবি কমার্শিয়াল ব্যাংক ২০১৭ সালে ২০১ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। ২০১৬ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ১৭২ কোটি টাকা। বিপর্যস্ত ফারমার্স ব্যাংক ১০ কোটি টাকার বেশি পরিচালন মুনাফা করেছে বলে জানা গেছে। তবে ব্যাংকটি নিট মুনাফার হিসেবে লোকসানে থাকবে। ব্যাংকগুলো বলছে, সার্বিকভাবে আগের বছরের তুলনায় বেসরকারী খাতে ঋণপ্রবাহ কিছুটা বেড়েছে। আমদানি খাতও অনেক গতিশীল ছিল। এছাড়া সার্ভিস চার্জ থেকেও মুনাফার একটি বড় অংশ এসেছে। এগুলোর প্রভাব মুনাফার ওপর পড়েছে। এদিকে, বিদায়ী বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও তুলনামূলক ভাল করেছে। দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ১ হাজার ১৩১ কোটি টাকার পরিচালন মুনাফা করেছে। অগ্রণী ব্যাংক ৯৬২ কোটি ও রূপালী ব্যাংক ৫১১ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। জনতা ব্যাংকও ১ হাজার কোটি টাকার বেশি পরিচালন মুনাফা করেছে বলে জানা গেছে। আর বছরজুড়ে আলোচনায় থাকা বেসিক ব্যাংক ২০১৬ সালে ১৫ কোটি টাকা পরিচালন মুনাফা করে। চলতি বছর ব্যাংকটির পরিচালন মুনাফা ৫০ কোটি টাকার বেশি হয়েছে। এছাড়া রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ১০৮.১৪ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। ২০১৬ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৬৫.০৫ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, ব্যাংকগুলো পরিচালন মুনাফার তথ্য প্রকাশ করতে পারে না। এজন্য কোনও ব্যাংকই তাদের পরিচালন মুনাফার বিষয়ে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করে না। পরিচালন মুনাফা ব্যাংকের প্রকৃত মুনাফা নয়; নিট মুনাফাই ব্যাংকের প্রকৃত আয়। পরিচালন মুনাফা থেকে খেলাপী ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) এবং কর (৪২ দশমিক ৫ শতাংশ) বাদ দিয়ে নিট মুনাফা হিসাব করা হয়।
×