ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেধাবী মুখ

প্রকাশিত: ০৬:৫৯, ৭ জানুয়ারি ২০১৮

মেধাবী মুখ

কাজী মিছবাহুল হক ২০১৭ সালে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সরকারী বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল তেজগাঁও থেকে জিপিএ ৫ (গোল্ডেন) পেয়েছে। তার বাবা মাসুদুল হক ব্যবসায়ী ও মা রিপা খানম সাংবাদিক। মিছবাহুল ডাক্তার হতে চায়। সে সবার দোয়াপ্রার্থী। জান্নাতুল ফেরদৌস (যুুঁথি) ২০১৭ সালে অনুষ্ঠিত প্রাইমারী স্কুল সার্টিফিকেট (পিইসি) পরীক্ষায় ব্লু-বার্ড প্রি ক্যাডেট এ্যান্ড স্কুল, ভোজেশ্বর, নড়িয়া, শরীয়তপুর থেকে এ প্লাস পেয়েছে। তার বাবা মোঃ আবদুর রব হাওলাদার ব্যবসায়ী এবং মাতা ডলি আক্তার গৃহিণী। সে সবার দোয়াপ্রার্থী। উম্মে কুলসুম মুনা ২০১৭ সালে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বরিশালের বাবুগঞ্জ বালিকা বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মো. রুহুল আমিন বিশ্বাস ও মাতা জাহানারা বেগম। মুনা ভবিষ্যতে লেখক হতে চায়। সে সবার দোয়াপ্রার্থী।
×