ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিন ম্যাচ নিষিদ্ধ কোচ ওয়েঙ্গার

প্রকাশিত: ০৬:৪৭, ৭ জানুয়ারি ২০১৮

তিন ম্যাচ নিষিদ্ধ কোচ ওয়েঙ্গার

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ পর্যন্ত বড় ধরনের শাস্তিই পেলেন আর্সেন ওয়েঙ্গার। ডাগআউট থেকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন তিনি। সেই সঙ্গে আর্সেনালের ফরাসী কোচকে গুনতে হচ্ছে ৪০ হাজার পাউন্ড জরিমানাও। ঘটনাটা গত রবিবার অনুষ্ঠিত ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে ম্যাচের একেবারেই শেষ মুহূর্তের। গানারদের বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি মাইক ডিন। আর সেই গোলেই নিশ্চিত জয় থেকে বঞ্চিত হয় আর্সেন ওয়েঙ্গারের দল। কিন্তু রেফারির সেই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছিলেন না ওয়েঙ্গার। যে কারণেই ম্যাচ রেফারির সঙ্গে তুমুল বিতর্কে জড়িয়ে পড়েন ফরাসী কোচ। আর সেই ঘটনার কারণেই শুক্রবার তাকে নিষিদ্ধ ও জরিমানা করল ইংলিশ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এফএ। এ প্রসঙ্গে ইংলিশ ফুটবল এ্যাসোসিয়েশন জানায়, ‘আর্সেনালের কোচের ভাষা ও ব্যবহার একদমই ভাল ছিল না। রেফারির সিদ্ধান্তের সঙ্গে দ্বিমতের পাশাপাশি তাকে নানা প্রশ্নও করেন তিনি। আর এ রকম ব্যবহারের জন্যই তাকে তিন ম্যাচ দর্শক সারিতে বসতে হবে এবং ৪০ হাজার পাউন্ড জরিমানা গুনতে হবে।’ এতে চরম হতাশ গানারদের ফরাসী কোচ ওয়েঙ্গার। তিনি বলেন, ‘এই সামান্য ব্যাপার নিয়ে নিষেধাজ্ঞা পাওয়ায় আমি অবাক ও খুব হতাশ হয়েছি।’ আজ ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট এফএ কাপের তৃতীয় রাউন্ডে নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে আর্সেনাল। আর ওয়েঙ্গারের নিষেধাজ্ঞাও শুরু হবে এই ম্যাচ দিয়ে। মুম্বাই দাবায় জিয়া-তাহসিনের জয় স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠানরত আইআইএফএল ওয়েলথ মুম্বাই আন্তর্জাতিক দাবায় সপ্তম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৫, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল সাড়ে চার, আবুল কাশেম ও মাসুম রাহী ২ পয়েন্ট করে অর্জন করেছেন। সপ্তম রাউন্ডের খেলায় জিয়া ভারতের মহিলা ফিদেমাস্টার ভি ভারসিনিকে পরাজিত করেন। শাকিল ভারতের মহিলা ফিদেমাস্টার তারিনি গোয়ালের সঙ্গে ও রাহী ভারতের সনি দীপকের সঙ্গে ড্র করেন এবং কাশেম ভারতের অনিকেত ম-লের কাছে হেরে যান। একই সঙ্গে অনুষ্ঠানরত স্কুল দাবায় (অ-১৩) বাংলাদেশের তাহসিন তাজওয়ার জিয়া ৬ খেলায় সাড়ে ছয় পয়েন্ট নিয়ে ৩ জনের সঙ্গে মিলিতভাবে তৃতীয় স্থানে। অষ্টম রাউন্ডে তাহসিন ভারতের প্রণব আনন্দকে হারায়। ভিয়েতনামে গেল টেনিস দল স্পোর্টস রিপোর্টার ॥ ৭-২০ জানুয়ারি পর্যন্ত ভিয়েতনামের হো চি মিন সিটিতে ‘আইটিএফ এশিয়ান অ-১৪ টেনিস প্রতিযোগিতা, ডিভিশন-২’ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বাংলাদেশ, ভুটান, ব্রুনাই, কম্বোডিয়া, দক্ষিণ কোরিয়া, কিরগিজস্তান, লাউস, ম্যাকাও, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, পাকিস্তান, সিঙ্গাপুর, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান এবং ভিয়েতনাম অংশ নেবে। প্রতিযোগিতায় ৩ বালক, ৩ বালিকা ও ১ জন নন-প্লেইং ক্যাপ্টেনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ দল অংশ নিচ্ছে।
×