ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৪২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ব্রাজিলিয়ান তারকাকে বিক্রি করছে লিভারপুল

সব নাটকের শেষে বার্সিলোনায় কুটিনহো

প্রকাশিত: ০৬:৪৫, ৭ জানুয়ারি ২০১৮

সব নাটকের শেষে বার্সিলোনায় কুটিনহো

স্পোর্টস রিপোর্টার ॥ গত গ্রীষ্মকালীন দলবদল থেকেই ফিলিপে কুটিনহোর ওপর নজর পড়ে বার্সিলোনার। কিন্তু লিভারপুল সাফ জানিয়ে দেয় যে, কুটিনহো মোটেও বিক্রির জন্য নয়। গত ছয় মাস ধরে এই কথাটা বলে এসেছে লিভারপুল। যে কারণে তিন তিনবার বিড করেও ব্যর্থ হয়েছে স্পেনের জায়ান্ট ক্লাবটি। তবে শেষ পর্যন্ত টাকার কাছেই হার মানতে হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম শক্তিশালী দল লিভারপুলকে। হ্যাঁ, সবকিছু ঠিক থাকলে মেসি-ইনিয়েস্তাদের সঙ্গে যোগ দিতে চলেছেন লিভারপুলের এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। কাতালান সংবাদ মাধ্যম স্পোর্ট বলছে, পারিশ্রমিকের বিষয়ে বার্সিলোনা আর লিভারপুল একমতে পৌঁছেছে। তাদের সূত্রমতে, ব্রাজিলিয়ান তারকার জন্য বার্সিলোনাকে গুনতে হচ্ছে ১৪২ মিলিয়ন পাউন্ড। আর চুক্তির বিষয়টি চূড়ান্ত করার জন্য কুটিনহোর প্রতিনিধি এবং আইনজীবী বর্তমানে কাতালানেই অবস্থান করছেন। খুব অল্প সময়ের মধ্যে বাকি থাকা কাজটা সেরে নিতেই সেখানে অবস্থান করছেন তিনি। এই তথ্যটা শুক্রবারের। শনিবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, আগামীকাল সোমবারই আনুষ্ঠানিকভাবে কুটিনহোর নাম ঘোষণা করবে বার্সিলোনা। কাতালান সংবাদ মাধ্যম স্পোর্ট আরও নিশ্চিত করেছে যে, কুটিনহোকে দলে ভেড়াতে লিভারপুলকে ৩০ মিলিয়ন পাউন্ড বোনাসও দিতে রাজি হয়েছে লা লিগার জায়ান্ট বার্সিলোনা। এর ফলে কুটিনহোকে দিয়ে বিপুল পরিমাণ অর্থ লাভ করতে চলেছে লিভারপুল। কেননা ২০১৩ সালের জানুয়ারিতে মাত্র ৮.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়েই যে কুটিনহোকে দলে ভিড়িয়েছিল অলরেডরা। পাঁচ বছরেরও কম সময়ের মধ্যেই এই অর্থ বহুগুণে বেড়ে গেল। এর ফলে কুটিনহোই হতে চলেছেন বর্তমান বিশ্ব ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। এই তালিকার শীর্ষ নাম তারই স্বদেশী নেইমার। ফুটবল দুনিয়ায় চলছে এখন টাকার খেলা। কয়েক মৌসুম আগে এই খেলায় মেতেছিল চাইনিজ ক্লাবগুলো। কাঁড়ি কাঁড়ি টাকার বিনিময়ে ইউরোপিয়ান ফুটবলারদের দলে ভেড়াতে শুরু করে তারা। তবে তাদের বেশিরভাগ ক্লাবেরই দৃষ্টি ছিল সাবেক হয়ে যাওয়া বয়স্ক ফুটবলারদের দিকে। সেই খেলাটা এখন চালু করেছে ইউরোপের শীর্ষ পাঁচ লীগও। প্রথম চমকটা দিয়েছে অবশ্য প্যারিস সেন্ট জার্মেই। কেননা গত গ্রীষ্মকালীন দলবদলেই যে সর্বোচ্চ ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সিলোনা থেকে নেইমারকে কিনে আনে ফ্রেঞ্চ লীগ ওয়ানের ক্লাবটি। শুধু নেইমার নয়, মোনাকো থেকে কিলিয়ান এমবাপেকে ধারে এনেও চমকে দেয় তারা। এবার কুটিনহোকে দলে নিয়ে চমক দিতে চলেছে বার্সিলোনাও। কাতালান ক্লাবটির নজর পড়েছে এ্যান্টনি গ্রিজম্যানের ওপরও। তাদের কিনতে প্রয়োজনীয় বিশাল অর্থের তহবিল গঠন করতে বার্সিলোনা নাকি ৫ জন খেলোয়াড়কে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। আর তারা হলেন জাভিয়ের মাসচেরানো, আর্দা তুরান, এ্যালেইক্স ভিদাল, জেরার্ড দেলেফুউ এবং রাফিনহা। জাভিয়ের মাসচেরানো সাত বছর কাটিয়েছেন বার্সায়। কাতালান ক্লাবটির সারথি হয়ে জিতেছেন ১৭টি শিরোপাও। বার্সা যদি কুটিনহো এবং গ্রিজম্যানকে দলে ভেড়ায় তাহলে অবশ্য তাদের দল অনেক শক্তিশালী হয়ে উঠবে তাতে কোন সন্দেহ নেই। তবে মাসচেরানোর মতো নির্ভরযোগ্য একজন ডিফেন্ডারের অভাব বার্সায় ঠিক পরিলক্ষিত হবেই হবে। কুটিনহো-গ্রিজম্যানকে টার্গেটের মূল কারণ বার্সিলোনার গত মৌসুমের ব্যর্থতা।
×