ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জয়সুরিয়া এখন ক্র্যাচে ভর দিয়ে হাঁটেন

প্রকাশিত: ০৬:৪৪, ৭ জানুয়ারি ২০১৮

জয়সুরিয়া এখন ক্র্যাচে ভর দিয়ে হাঁটেন

স্পোর্টস রিপোর্টার ॥ খেলোয়াড়ি জীবনে পরিচিত ছিলেন ‘মাতারা হারিকেন’ নামে। তার বিধ্বংসী ব্যাটের সামনে চোখে সর্ষে ফুল দেখত বিশ্বের বাঘা বাঘা সব বোলার। বোলিংটাও পারতেন বেশ ভালই। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার প্রথম বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক তিনি। সেই সনাথ জয়সুরিয়াই এখন আর নিজের পায়ে হাঁটতে পারেন না। দরকার হয় ক্র্যাচের। অবসরের পর শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গেই বিভিন্ন সময় ছিলেন জয়সুরিয়া। নির্বাচকম লীর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ৪৮ বছর বয়সী এই ক্রিকেট কিংবদন্তি এখন হাঁটুর সমস্যায় আক্রান্ত। সমস্যা এতটাই জটিল যে, ক্র্যাচ ছাড়া চলতে পারেন না। অস্ত্রোপচার ছাড়া সুস্থ হওয়ার উপায় নেই। অস্ত্রোপচারের জন্য শীঘ্রই মেলবোর্নে উড়ে যাবেন সাবেক লঙ্কান অধিনায়ক। জানা গেছে, অস্ত্রোপচারের পর জয়সুরিয়াকে বেশ কিছুদিন পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। সবমিলিয়ে তার সুস্থ হতে একমাসের বেশি সময় লেগে যাবে। দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার খারাপ পারফর্মেন্সের পর বোর্ড থেকে পদত্যাগ করেন ওয়ানডে ক্রিকেটে ১৩৪৩০ রান আর ৩২৩ উইকেটের মালিক ‘মাতারা হারিকেন’। আব্দুর রাজ্জাক এমসিসির আজীবন সদস্য স্পোর্টস রিপোর্টার ॥ মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্য হলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আব্দুর রাজ্জাক। ক্রিকেটের কিংবদন্তি তারকাদের আজীবন সদস্য হিসেবে তালিকাভুক্ত করে থাকে এমসিসি। যদিও রাজ্জাকের ক্যারিয়ার খুব একটা বড় ছিল না। তারপরও অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসে ব্যাট-বলের দারুণ পারফর্মেন্সে ক্রিকেটবিশ্ব দাপিয়ে বেড়িয়েছেন তিনি। টি২০ বিশ্বকাপের শিরোপা জেতাতে ২০০৯ সালে পাকিস্তানের হয়ে অসাধারণ পারফর্মেন্স দেখান বর্তমানে ইংল্যান্ডের নাগরিকত্ব নেয়া সাবেক এই তারকা ক্রিকেটার। আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৬৫টি ওয়ানডে এবং ৪৬টি টেস্ট খেলেছেন তিনি। সবধরনের ক্রিকেট থেকে ২০১৬ সালে অবসরে যান রাজ্জাক। সবধরনের ফরমেটে তিনি করেন ৭৪১৯ রান। এ ছাড়া মিডিয়াম পেস বোলিংয়ে শিকার সংখ্যা ৩৮৯। অসাধারণ ক্যারিয়ারের ছোট এক স্বীকৃতি পেলেন আধুনিক পাকিস্তানের অন্যতম সেরা এই অলরাউন্ডার। মাত্র তৃতীয় পাকিস্তানী হিসেবে এমসিসির আজীবন সদস্য হলেন রাজ্জাক।
×