ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অভিষেকেই নায়ক ভন ডিক

এফএ কাপে লিভারপুল-ইউনাইটেডের জয়

প্রকাশিত: ০৬:৪৩, ৭ জানুয়ারি ২০১৮

এফএ কাপে লিভারপুল-ইউনাইটেডের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট এফএ কাপের তৃতীয়পর্বে জয়ের স্বাদ পেয়েছে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠ এ্যানফিল্ডে শুক্রবার জার্গেন ক্লপের দল ২-১ গোলে পরাজিত করে টুর্নামেন্টের শক্তিশালী দল এভারটনকে। আর এই ম্যাচ দিয়েই অলরেডদের হয়ে অভিষেক ঘটে ভার্জিল ভন ডিকের। দারুণ এক গোল করে নিজের প্রথম ম্যাচেই নায়কের ভূমিকায় অলরেডদের এই ডাচ ডিফেন্ডার। দিনের অন্য ম্যাচে জোশে মরিনহোর দল ২-০ গোলে রীতিমতো উড়িয়েই দেয় তুলনামূলক খর্ব শক্তির দল ডার্বি কাউন্টিকে। তবে ওল্ডট্র্যাফোর্ডে স্বাগতিকদের বিপক্ষে দুর্দান্ত খেলে ডার্বি কাউন্টি। ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত কোন গোল হজম করেনি তারা। এর ফলে আবার শুরু থেকেই খেলতে হবে ভাবা শুরু করে দিয়েছিল অনেকেই। কিন্তু ম্যাচের শেষ ছয় মিনিটেই দেখা যায় আসল ম্যানইউকে। ম্যাচ শেষের মাত্র ছয় মিনিট আগে রোমেলু লুকাকুর এগিয়ে দেয়া বল ২০ গজ দূর থেকে জালে জড়ান জেসে লিনগার্ড। প্রথম গোলে সহযোগিতা করার পর দ্বিতীয়টি নিজেই করেন বদলি হিসেবে খেলতে নামা লুকাকু। এর ফলে বেলজিয়ান তারকার নৈপুণ্যে ইউনাইটেডের জয় নিশ্চিত হয়। এদিকে ৭৫ মিলিয়ন ইউরোতে এ্যানফিল্ডে এসে নিজের প্রথম ম্যাচেই জাত চেনালেন ভার্জিল ভন ডিক। শুক্রবার এভারটনের বিপক্ষে তার করা একমাত্র গোলেই চতুর্থ রাউন্ডের টিকেট পেয়েছে লিভারপুল। মিলনারের পেনাল্টিতে লিড পেলেও এভারটনের সিগুরডসনের শটে ড্রয়ের দিকে এগোচ্ছিল খেলা। তবে ডিকের সৌজন্যে ২-১ গোলে জিতে যায় অলরেডরা। দুই বছর আগে সেল্টিক থেকে সাউদাম্পটনে যোগ দিয়েছিলেন ভন ডিক। সে জন্য ক্লাবটির গুনতে হয়েছিল ১৩ মিলিয়ন পাউন্ড। ইংলিশ প্রিমিয়ার লীগে যোগ দিয়েই বাজিমাত করেন হল্যান্ডের এই সেন্টার-ব্যাক। খুব অল্প সময়ের ব্যবধানেই লাইম লাইটে চলে আসেন তিনি। সেই সঙ্গে গড়লেন নতুন ইতিহাস। জানুয়ারির ট্রান্সফার উইন্ডো শুরুর আগেই বিশ্ব রেকর্ড গড়ে সাউদাম্পটন ছেড়ে লিভারপুলে যোগ দিলেন তিনি। ডাচ তারকাকে কেনার জন্য অলরেডদের গুনতে হয় ৭৫ মিলিয়ন পাউন্ড। সেই সঙ্গে বিশ্ব ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে দামী ডিফেন্ডারও বনে যান ডিক। বাংলাদেশী মুদ্রায় তার দাম প্রায় ৮৩৫ কোটি টাকা। তার আগে সবচেয়ে দামী রক্ষণসৈনিকের তকমাটা মাখানো ছিল বেঞ্জামিন মেন্ডির গায়ে। গত জুলাইয়ে ৫২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে মোনাকো থেকে মেন্ডিকে দলে ভেড়ায় ম্যানচেস্টার সিটি। এই মুহূর্তে আলোচনায় লিভারপুলের ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কুটিনহোও। তাকে ছাড়া পুরো দল নিয়েই এখন দুবাই সফরে লিভারপুল। চোটের কারণ দেখিয়ে শেষ দুই ম্যাচে ব্রাজিলিয়ান তারকাকে স্কোয়াডে রাখেননি অলরেডদের অভিজ্ঞ কোচ জার্গেন ক্লপ। ইংলিশ সংবাদ মাধ্যমগুলোর খবর, বার্সার সঙ্গে চুক্তিতে সই করার চূড়ান্ত পর্যায়ে দাঁড়িয়ে কুটিনহো। ক্লপ সে কারণেই আর কুটিনহোকে বিবেচনা করছেন না। কুটিনহো নেশা এমনভাবেই পেয়ে বসেছে বার্সিলোনাকে যে, ঝোপ বুঝে কোপ মেরে ভাল দামই বাগিয়ে নিচ্ছে লিভারপুল। তাতে কিছু আসছে যাচ্ছে না কাতালান ক্লাবটির। কাক্সিক্ষত খেলোয়াড়টিকে চলতি শীতকালীন দলবদলেই মেসি-সুয়ারেজদের পাশে আনতে ব্যস্ত স্প্যানিশ জায়ান্টরা। কুটিনহোর জন্য ১৫০ মিলিয়ন ইউরো হাসিমুখে দিতে রাজি ছিলেন বার্সা কর্তারা। কিন্তু শেষদিকে আরেক ধাপ দাম বাড়িয়েছে লিভারপুল। তাতে ব্রাজিলিয়ান তারকাকে পেতে এখন ১৬০ মিলিয়ন ইউরো গুনতে হবে বার্সাকে। ১২০ মিলিয়ন নগদ, বাকি ৪০ মিলিয়ন আনুষঙ্গিক। স্প্যানিশ গণমাধ্যমগুলো এমন তথ্যই দিচ্ছে। অথচ ইন্টার মিলান থেকে ২০১৩ সালে মাত্র ৮.৫ মিলিয়ন ইউরো দিয়ে কুটিনহোকে এ্যানফিল্ডে এনেছিল লিভারপুল। চার মৌসুম বাদে তাকেই বিক্রি করে প্রায় ১৫২ মিলিয়ন লাভের অপেক্ষায় অলরেডরা।
×