ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইউএস ফিগার স্কেটিং

অলিম্পিক খেলা নিশ্চিত যুক্তরাষ্ট্রের টেনেলের

প্রকাশিত: ০৬:৪২, ৭ জানুয়ারি ২০১৮

অলিম্পিক খেলা নিশ্চিত যুক্তরাষ্ট্রের টেনেলের

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথমবারের মতো মেয়েদের সিনিয়র পর্যায়ের ফিগার স্কেটিংয়ে স্বর্ণপদক জিতেছেন। আর সে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের শীতকালীন অলিম্পিক দলে জায়গা করে নিয়েছেন ব্র্যাডি টেনেল। ১৯ বছর বয়সী এ তরুণী ইউএস লেডিস ফিগার স্কেটিংয়ে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে আগামী মাসে দক্ষিণ কোরিয়ার অলিম্পিক ভেন্যু পিয়ংচ্যাং সফর নিশ্চিত করেছেন তিনি। ইউএস ফিগার স্কেটিংয়ের শেষদিনে টেনেল যে গানটি বেছে নিয়েছিলেন সেখানে যেন তার জন্যই কথাগুলো লেখা হয়েছিল। তিনি ‘আ ড্রিম ইজ আ উইশ ইউর হার্ট মেকস’ শিরোনামের গানের ছন্দে ফ্রি স্কেট প্রোগ্রামে পারফর্ম করেছেন। তার হৃদয় যে স্বপ্ন পূরণের ইচ্ছা করেছিল সেটা পূর্ণ হয়েছে এ সঙ্গীতের মূর্ছনার মাধ্যমেই। ক্যালিফোর্নিয়ার স্যান জোসেতে এসএপি সেন্টারে তিনি সবমিলিয়ে ২১৯.৫১ পয়েন্ট স্কোর করেন। ২০১০ সালের অলিম্পিয়ান মিরাই নাগাসু সোচিতে ২০১৪ সালে অংশ নিতে পারেননি। তিনি এবার দ্বিতীয় হয়েছেন ২১৩.৮৪ পয়েন্ট সংগ্রহ করে। এরপরই তিনি কান্নায় ভেঙ্গে পড়েন এবং পরবর্তীতে উল্লাসে ফেটে পড়েন পুনরায় অলিম্পিক মঞ্চে যাওয়া নিশ্চিত হওয়ার পর। দুর্দান্ত ট্রিপল জাম্প আর নিখুঁত এক্সেল পারফর্মেন্সে তিনি সবাইকে মুগ্ধ করেছেন। প্রতিক্রিয়ায় নাগাসু বলেন, ‘২০১৪ সালে দল থেকে বাদ পড়ার পর আরও শক্তিশালী হিসেবে গড়ে তুলেছে আমাকে স্কেটার হিসেবে। কারণ সেটা খুব কঠিন বিষয় ছিল মেনে নেয়া।’ ২০১৭ সালের ইউএস চ্যাম্পিয়ন কারেন চেন ১৯৮.৫৯ পয়েন্ট নিয়ে হয়েছেন তৃতীয়। তিনিও তৃতীয় প্রতিযোগী হিসেবে অলিম্পিক দলে সুযোগ পাওয়াটা নিশ্চিত হয়েছে। এ্যাশলে ওয়াগনার ২০১৪ সালে নাগাসুর পরিবর্তে অলিম্পিকে অংশ নেয়ার সুযোগ করে নিয়েছিলেন। তিনি ১৯৬.১৯ পয়েন্ট স্কোর নিয়ে চতুর্থ হয়েছেন। যুক্তরাষ্ট্রের সময় অনুসারে শনিবার অলিম্পিক দল ঘোষণা করা হবে, সেখানে হয়তো সুযোগ পেয়েও যেতে পারেন ওয়াগনার। তবে এটি ছাড়াও মেজর কিছু ইভেন্টের ফলাফল অনুসারেই চূড়ান্ত দল গঠন করবে নির্বাচক কমিটি। ওয়াগনারের গ্রাঁ প্রিঁ ইভেন্টগুলো বাধাগ্রস্ত হয়েছিল পায়ের ইনফেকশনে। তাই তার সুযোগ হয়তো শেষ পর্যন্ত না-ও হতে পারে। ওয়াগনার জানিয়েছেন হৃদয় উজাড় করে তিনি স্কেটিং করেছেন। তিনি বলেন, ‘আমি যতটা দিয়েছি একেবারে নিখুঁতভাবে করার চেষ্টা করেছি। এটা নিয়ে আমি গর্ব করতেই পারি। আমি অলিম্পিক দলে থাকতে চাই এবং আমি পাগলপ্রায় ছিলাম এই পজিশনে আসার জন্য।’
×