ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রূপগঞ্জে কোটি টাকা আত্মসাত ॥ দম্পতি আটক

প্রকাশিত: ০৬:২৫, ৭ জানুয়ারি ২০১৮

রূপগঞ্জে কোটি টাকা আত্মসাত ॥ দম্পতি আটক

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৬ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে কম্পিউটার ট্রেনিং সেন্টার খুলে প্রতারণা করে এক প্রতারক চক্রের বিরুদ্ধে গ্রাহকদের কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেটের নুর ম্যানশন মার্কেট এলাকায় অভিযুক্ত প্রতারক দম্পতিকে জনতার সহায়তায় আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ। উপজেলার সদর ইউনিয়নের ভিংরাবো এলাকার ভুক্তভোগী ব্যবসায়ী আবুল খায়ের জানান, বরগুনা জেলার বামনা উপজেলার বোকাবুনিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে প্রতারক আল মামুন (৩৮) রাজের সাথে ব্যবসায়িক সখ্যতা থাকায় সরল বিশ্বাসে ভুলতা এলাকার নুর ম্যানশনের ৩য় তলায় একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার খোলা হয়। এ সময় তার অপকর্মের সহযোগী আল মামুনের স্ত্রী সোনারগাঁও উপজেলার দরগাবাড়ি গ্রামের টুম্পা মনির মাধ্যমে বিগত ২০১৭ সালের ১৩ এপ্রিল হতে ধারাবাহিকভাবে ৪০ লাখ টাকা বিনিয়োগ করেছেন তিনি। কিন্তু মাস পেরিয়ে বছর এলেও কোন লভ্যাংশ না দেয়া টাকা ফেরত চাইলে দেই দিচ্ছি বলে হয়রানি করে আসছিল মামুন। সম্প্রতি এসব টাকা নিয়ে ভুলতার সিংলাবো এলাকার মোল্লা বাড়ির ভাড়া বাসা থেকে উধাও হয়ে যায়। কাঞ্চন পৌরসভার কেন্দুয়াপারা এলাকার পচু মিয়ার ছেলে ব্যবসায়ী আব্দুল বারী জানান, তার কাছ থেকেও আল মামুন ও তার স্ত্রী টুম্পামনি অপর ব্যবসায়ী আবুল খায়েরের ন্যায় একই কায়দায় নানা প্রলোভন দেখিয়ে কম্পিউটার ব্যবসার জন্য ধারাবাহিকভাবে ৫৪ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে তা ফেরত চাইলে ওই প্রতারক চক্র ভাড়া বাসা তালাবদ্ধ করে পালিয়ে যায়। একইভাবে স্থানীয় ব্যবসায়ী মজিবুর রহমানের কাছ থেকে ৩ লাখ টাকা, আফজাল মিয়ার কাছ থেকে ২ লাখ, মনির হোসেনের কাছ থেকে ১ লাখ, নয়ন মিয়ার কাছ থেকে সাড়ে ৩ লাখসহ বিভিন্ন ব্যবসায়ীদের প্রলোভনে ফেলে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয় প্রায় কয়েক কোটি টাকা।
×