ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী পাঁচ দিন পর উদ্ধার

প্রকাশিত: ০৬:২৫, ৭ জানুয়ারি ২০১৮

চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী পাঁচ দিন পর উদ্ধার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অপহৃত হওয়ার পাঁচ দিন পর এক ব্যবসায়ীকে তার নিকটাত্মীয়ের বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অপহরণকারীকে। শুক্রবার রাতে নগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অপহৃত ব্যবসায়ীর নাম মোহাইমেন সম্রাট (২৭)। গত ৩১ ডিসেম্বর রাতে ফোন করে তাকে বের করে নেয় তারই আত্মীয় বাবু। দুজনই ব্যবসায়ী। তাদের মধ্যে ব্যবসা সংক্রান্ত আর্থিক লেনদেন ছিল। বাসা থেকে বের করে আনার পর তাকে পূর্ব মাদারবাড়ি এলাকার বাসায় নিয়ে আটকে রাখা হয়। সন্ধান না মেলায় সম্রাটের পরিবারের পক্ষ থেকে পুলিশকে অবহিত করা হলে পুলিশ তার সন্ধানে সম্ভাব্য স্থানগুলোতে তল্লাশি চালাতে থাকে। চকবাজার থানার ওসি নুরুল হুদা জানান, অপহরণকারী বাবু অপহৃত ব্যবসায়ী সম্রাটের বোনের ননদের পুত্র। তাদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক ছিল। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, পাওনা টাকা আদায়ের জন্য সম্রাটকে বাসা থেকে ডেকে নিয়ে আটক করেছিল বাবু। সাভার নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, মঠবাড়িয়া থেকে অপহরণের পাঁচ দিন পরে আশুলিয়ায় হাত-পা বাঁধাবস্থায় এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় তাকে সাভার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে তাকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়া থানাধীন নবীনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। জানা গেছে, ১ জানুয়ারি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার গিলাবাদ গ্রামের মৃত সুলতান খলিফার ছেলে ড্রেজার ব্যবসায়ী মাহাবুব খলিফা (২৯) কে মিরখালিবাজার থেকে অপহরণ করে ৮ ব্যক্তি। পরে তাকে একটি কক্ষের মধ্যে আটকে রেখে তার পরিবারের কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। তার পরিবার মুক্তিপণের টাকা দিতে না পারায় অপহরণকারীরা খলিফাকে পিটিয়ে আহত করে শনিবার ভোরের যে কোন সময় আশুলিয়ার নবীনগর মহাসড়কে হাত-পা বেঁধে ফেলে দিয়ে যায়। পরে সকালে তাকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ হাসপাতালে ভর্তি করে।
×