ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে রেলস্টেশন চালুর দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:২৪, ৭ জানুয়ারি ২০১৮

ফরিদপুরে রেলস্টেশন চালুর দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৬ জানুয়ারি ॥ ফরিদপুরের অম্বিকাপুরের পুরাতন রেল স্টেশনটি চালুর দাবিতে লোকাল ট্রেন থামিয়ে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। শনিবার সকাল ৮টায় স্থানীয় হাজারো জনতা রেল স্টেশনের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে। পরে সকাল ৯টায় রাজবাড়ী থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটি শহরের অম্বিকাপুর এসে পৌঁছালে স্থানীয়রা ট্রেনটি থামিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় স্থানীয় হাজারো জনতা অম্বিকাপুর রেল স্টেশনটি চালুর দাবি জানিয়ে ট্রেনে থাকা টিকিট মাস্টারের কাছে একটি স্মারকলিপি প্রদান করে। পরে কর্তৃপক্ষের আশ্বাসের পর ট্রেনটি ছেড়ে দেয় স্থানীয়রা। স্থানীয় এলাকাবাসী জানান, রাজবাড়ীর সাথে ফরিদপুরের রেল চালুর সময় অম্বিকাপুর রেল স্টেশনটি চালু ছিল। পরে রেল যোগাযোগ বন্ধ হয়ে যাবার পর অম্বিকাপুরের স্টেশনটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১৭ বছর পর রাজবাড়ী-ফরিদপুর অঞ্চলে রেল চালু হবার পর অম্বিকাপুর স্টেশনটি আর চালু হয়নি। ফলে এ অঞ্চলের হাজারো যাত্রী ও ব্যবসায়ীরা নানা সমস্যার মধ্যে পড়েন। গাজীপুরে বাড়িতে গ্যাস বিস্ফোরণ ॥ দগ্ধ দুই স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাড়িতে ‘জমে থাকা গ্যাস’ বিস্ফোরণে শিশুসহ দুজন দগ্ধ হয়েছে। দগ্ধ বাড়ির কেয়ারকেটার দুলাল মিয়া ও ঊষা মনি নামের চার বছরের শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা কালিগাছতলা এলাকার আব্দুল মালেক মিয়ার ভাড়াবাড়িতে শুক্রবার রাতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ভবনের প্রথম ও দ্বিতীয় তলার কক্ষের জানালা খুলে বাইরে ছিটকে পড়ে এবং মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বাড়ির কেয়ারকেটার দুলাল মিয়া ও ঊষা মনি নামের চার বছরের এক শিশু দগ্ধ হয়।
×